নতুন বছরে বর জেনে গুডেনাফের সঙ্গে পেরু বেড়াতে গিয়েছেন অভিনেত্রী প্রীতি জিন্টা। মুম্বই ফিরে আবার নিজের ডেইলি রুটিনে ফিরে এসেছেন তিনি। সপ্তাহান্তে প্রীতি ফিটনেস ও শরীরচর্চা নিয়ে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। জিমে প্রচুর পরিশ্রম করছেন অভিনেত্রী।
প্রীতি প্রেস ব্যায়ামের বিভিন্নতা এবং সরঞ্জাম ব্যবহার করছেন। এই ব্যায়ামটি পিঠের পেশি এবং বুকের পেশীগুলি শক্তিশালী করে তোলে। পরে অভিনেত্রী লিফট-আপ ওয়ার্কআউটও করেছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বেশ কঠিক কঠিন ব্যায়াম অনায়াসেই করে ফেলছেন প্রীতি। আরও পড়ুন: সবচেয়ে দুর্বল সেনাবাহিনী কোন কোন দেশের? তালিকার ৮ নম্বর নামটা চমকে দেওয়ার মতো
দেখুন ভিডিয়ো-
উল্লেখ্য, কিছুদিন আগে নিজের বাকেট লিস্ট থেকে আরও একটি স্বপ্ন পূরণ করেছেন প্রীতি। বর জেনে গুডেনাফের সঙ্গে পেরু বেড়াতে গিয়েছেন। সেখান থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে নিজের মনের কথা জানিয়েছেন নায়িকা। পেরুতে হাইকিং করেছেন, দুর্দান্ত অভিজ্ঞতা নিজের ঝুলিতে ভরেছেন।
বর জেনের সঙ্গে একটি ভিডিয়ো শেয়ার করে প্রীতি লিখেছেন, ‘১২ বছর আগে জেনের সঙ্গে যখন প্রথম দেখা হয়েছিল আমার, দুজনেরই পেরুতে যাওয়ার এবং ইঙ্কা ট্রেইলটি হাইক করার ইচ্ছে ছিল। মাচু পিচ্চু দেখার ইচ্ছার কথা বলেছিলাম। জীবন কেমন হয়ে গিয়েছিল, আমরা দুজনেই ব্যস্ত হয়ে পড়লাম এবং এই কথোপকথন একটি কথোপকথনই থেকে গেল...।’
‘বলে বোঝাতে পারব না, আমি তখন এবং এখন এই অবিশ্বাস্য ট্রিপ এবং হাইকের অভিজ্ঞতা আপনাদের সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য কতটা উচ্ছ্বসিত ছিলাম। আশা করি এটি আপনাদের মধ্যে কয়েকজনকে এই হাইক ঘুরে দেখার জন্য অনুপ্রাণিত করতে পারে’।
২০২১ সালের নভেম্বরে সারোগেসির মাধ্যমে যমজ সন্তান জয় এবং গিয়া-র বাবা-মা হন প্রীতি এবং জেনে গুডেনাফ। এক ছেলে ও এক মেয়ের মা এখন ‘সোলজার’ নায়িকা। ৪৭ বছরের এই অভিনেত্রী ধ্যান-জ্ঞান এখন ছেলে-মেয়েরা। আপতত দুই সন্তানকে সামলাতেই ব্যস্ত প্রীতি।