দিদি নম্বর ওয়ানে সদ্য খেলতে টলিউডের অভিনেত্রীরা। সঙ্গে ছিল তাঁদের প্রিয়জনরা। এদিনের অন্যতম প্রতিযোগী ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রীতি বিশ্বাস। তিনি এদিন এসেই জানান এই অনুষ্ঠানে আসার আগে একটি বড়সড় দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। কিন্তু কী হয়েছিল?
দিদি নম্বর ওয়ানে প্রীতি বিশ্বাস
দিদি নম্বর ওয়ানে এদিন প্রীতি বিশ্বাস সৌম্যজিৎ ঘোষের সঙ্গে খেলতে এসেছিলেন। সেখানে এসেই অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে বলেন, 'ও আজ চাপে আছে খুব। এমনই ছোট মানুষ, চাপে আরও ছোট হয়ে গিয়েছে। আজ এখানে আসার আগে একটা বিতিকিচ্ছিরি ঘটনা ঘটিয়ে এসেছি। তাই ওকে বলেছি তোকে সঙ্গে নিয়ে আজ এসেছি, আসার আগেই এসব হয়েছে তারপর যদি গিয়ে কিছু না পাই তোর কপালে দুঃখ আছে।' সেটা শুনে হেসে ফেলেন রচনা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: যাওয়া হয়নি অযোধ্যায়, বাড়ি বসেই রামলালার প্রাণপ্রতিষ্ঠা উদযাপন কিয়ারা - দীপিকার, করলেন কী কী?
আরও পড়ুন: ধারাবাহিকে বউয়ের ভয়ে জুবুথুবু, এদিকে দাদাগিরিতে লাঠি খেলে তাক লাগালেন ফুলকির দেওর! কী বললেন সৌরভ?
তারপর প্রীতি বলেন, 'মিক্সি বার্স্ট করে এসেছি। কোনও দিন স্বাস্থ্য নিয়ে ভাবিনি। আজ আসার আগে চিয়া সিড, দুধ এসব দিয়ে একটা মিশ্রণ বানাবো। সে মিক্সি ফেটে সারা গা ভর্তি চিয়া সিড, দুধ সে মানে যাতা অবস্থা।' এটা শুনে হেসে গড়িয়ে পড়েন রচনা বন্দ্যোপাধ্যায়।
কে কী বলছেন?
অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। অধিকাংশ মানুষই মজা পেয়েছেন অভিনেত্রীর কথায়। এক ব্যক্তি লেখেন, 'এমন বউ যার কপালে জুটবে তার দুঃখ আছে।' আরেকজন লেখেন, 'মিক্সি ফাটল আর আপনার কিছুই হল না?'
আরও পড়ুন: রয়েছে আমন্ত্রণ, তবুও রণবীর - আলিয়াকে রামমন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয় প্রথমে! কেন?
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।