২১ ফেব্রুয়ারি, বুধবার ৪৮-এ পা রেখেছেন পরিচালক রাজ চক্রবর্তী। যদিও জন্মদিনের আগেই নিজের জীবনের এই বিশেষ দিন সেলিব্রেট করে ফেলেছেন পরিচালক, বিধায়ক রাজ। 'বাবলি'র শ্যুটিং শেষে কেক কেটে ঘটা করে হয়েছে রাজের জন্মদিনের উদযাপন। তবু ২১ তারিখ, জন্মদিনে বিধায়ক, পরিচালক রাজ পেলেন বিশেষ উপহার।
কী সেই উপহার?
বুধবার ব্যারাকপুরের বিভিন্ন এলাকায় ছেয়ে গিয়েছে একাধিক পোস্টার। সেই সব পোস্টারেই লেখা, 'এবার ব্যারাকপুরে জনতার রাজ’। টিটাগড় থেকে কাঁচরাপাড়া, নোয়াপাড়া, ভাটপাড়া, জগদ্দল সহ ওই বিধানসভা এলাকার সর্বত্রই রাস্তায় রাস্তায় এই এক পোস্টার দেখা যাচ্ছে। পোস্টারের নিচে লেখা Happy Birthday। পোস্টারের নিচে সৌজন্যে হিসাবে লেখা উক্ত বিধানসভা এলাকার নাগরিকবৃন্দ।
আরও পড়ুন-‘কাঞ্চন ইমোশনাল ফুল’!, সদ্য বিয়ে করেই কেন স্বামীকে নিয়ে একথা বললেন শ্রীময়ী?
আরও পড়ুন-৮৭তে পা, জন্মদিনে কেন কারোর সঙ্গে দেখা করতে চাইলেন না মহানায়কের নায়িকা সাবিত্রী?
প্রসঙ্গত, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভূমিপুত্র রাজ চক্রবর্তী। সেখানেই রাজের জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা। পরে কলকাতায় এসেছিলেন অভিনেতা হতে, কিন্তু হয়ে গেলেন পরিচালক। ২০২১-এর ভোটে তৃণমূল কংগ্রেসের তরফে ব্যারাকপুরের বিধায়ক নির্বাচিত হন রাজ।
তবে নিজের বিধানসভা এলাকায় এমন পোস্টার নিয়ে কী বক্তব্য রাজের? তিনি বলেন, ব্যারাকপুরে মানুষ ভীষণ আবেগপ্রবণ, যাঁকে ভালোবাসেন, তাঁকে মাথায় করে রাখেন। আর তাই হয়ত আমার জন্মদিন উপলক্ষ্যে ওঁরা আমায় এই উপহার দিয়েছেন।
কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, আসন্ন লোকসভা ভোটের আগে এই পোস্টার ইঙ্গিত পূর্ণ নয় কি? তবে কি রাজ আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী হবেন? বিধায়ক পদ ছেড়ে সাংসদ হওয়ার পথে হাঁটছেন তিনি? এপ্রশ্নের উত্তর অবশ্য এখনও মেলেনি।
এদিকে সম্প্রতি নিজের ছবি 'বাবলি'র শ্যুটিং শেষ করেছেন রাজ চক্রবর্তী। তাঁর পরিচালনা ও প্রযোজনায় তৈরি 'বাবলি'র শ্যুটিং শেষের দিনেই কেক কেটে উদযাপন করা হয় রাজের জন্মদিন। এই ছবিতে রাজের নায়ক আবির চট্টোপাধ্যায়, আর নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুভশ্রীর ফ্যানক্লাবে উঠে এসেছে 'বাবলি'র সেটে রাজের জন্মদিন পালনের ভিডিয়ো।