চলতি বছরের জুন মাসে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান অভিনেতা রাজদীপ গুপ্তর মা। দীর্ঘদিন ধরেই তিনি কর্কট রোগের সঙ্গে লড়াই করছিলেন। মাকে হারানোর পর স্বাভাবিক ভাবেই ভীষণ ভেঙে পড়েন অভিনেতা। বাড়িতে থাকেন বেশ কিছুদিন। মৃত্যুর পর এটাই রাজদীপের মায়ের প্রথম জন্মদিন। মন খারাপ অভিনেতার। লিখলেন একটা মন কেমন করা পোস্ট।
রাজদীপ কী লিখলেন তাঁর মাকে নিয়ে?
২৯ নভেম্বর রাজদীপ গুপ্তর মায়ের জন্মদিন। এবার যেহেতু মা নেই, সেহেতু তাঁকে খোলা চিঠি লিখলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেন তিনি। অধিকাংশই তাঁর ছোটবেলার ছবি। সেগুলোর সঙ্গে ক্যাপশনে লেখেন একটি মন খারাপ করা পোস্ট।
এদিন রাজদীপ এই পোস্টের ক্যাপশনে লেখেন, 'জীবনটা মোটেই ভালো নয়। তোমাকে আমার থেকে অনেক তাড়াতাড়ি কেড়ে নিল। কিন্তু আমি তোমার কাছে সবসময় সেই ছোট্ট ছেলেটি হয়েই থাকব। তোমার জীবনের আলো হয়েই থাকব। আমি আজ যখন আকাশে তারার দিকে তাকাই আমি জানি তুমি আমার উপর আলো ছড়িয়ে দিচ্ছ। আমি জানি মা তুমি উপর থেকেই হাসিমুখে আমার দিকে তাকিয়ে আছ। আজ আমার চিরকালের বেস্ট ফ্রেন্ডের জন্মদিন। অনেক ভালোবাসি মা। জীবনের অন্যদিকে থেকে শুভেচ্ছা নিও।'
আরও পড়ুন: বক্স অফিসে ধিকধিক করছে টাইগার ৩, এর মধ্যে প্রকাশ্যে হৃতিকের ওয়ার ২ রিলিজ ডেট, কবে মুক্তি পাচ্ছে?
আরও পড়ুন: প্রচার নেই তবুও সুপারহিট! বক্স অফিসে ৫০ কোটি পার বিক্রান্তের টুয়েলভথ ফেলের
কে কী বলছেন?
রাজদীপের অনেক বন্ধুই তাঁকে সান্ত্বনা দিয়েছেন। সাহেব ভট্টাচার্য এদিন লেখেন, 'আদর নিস ভাই। আর কাকিমাকে শুভ জন্মদিন।' সুস্মিতা দে লেখেন, 'কাকিমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।' সৃজলা গুহ, জন ভট্টাচার্য সহ অনেকেই তাঁর এই পোস্টে মন্তব্য করেছেন। বাদ যাননি রাজদীপের ভক্তরা।
রাজদীপ গুপ্তকে শেষবার পঞ্চমী ধারাবাহিকে দেখা গিয়েছিল মুখ্য পুরুষ চরিত্রে। অনেক বছর পর তিনি এই ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় কামব্যাক করেন। কিন্তু মাঝপথেই তিনি এই ধারাবাহিক ছেড়ে দেন। পরে তাঁর করা কিঞ্জলের চরিত্রে অন্য একজনকে নেওয়া হলেও ধারাবাহিকটি বেশিদিন চলেনি। এখানে তাঁর বিপরীতে সুস্মিতা দে-কে দেখা গিয়েছিল নাম ভূমিকায়।