নতুন দায়িত্ব পেলেন রাজকুমার রাও। অভিনয়ের পাশাপাশি এবার তিনি দেশের হয়েও কাজ করবেন। হ্যাঁ, তাঁকে জাতীয় ইলেকশন আইকন হিসেবে ঘোষণা করল ইলেকশন কমিশন। পাঁচ রাজ্যের বিধানসভা এবং আগামী বছরের লোকসভা ভোটের আগেই তাঁকে নিয়োগ করা হল। এবার থেকে তিনি ভোটের গুরুত্ব, ভোট দেওয়ার বার্তা প্রচার করবেন।
পোলিং বডির তরফে জানানো হয়েছে ভোট দেওয়ার পদ্ধতি, নাগরিকদের কাছে ভোট দেওয়ার আবেদন, বার্তা সবটাই পৌঁছে দেবেন রাজকুমার।
নিউটন ছবিতে এর আগে তাঁকে একজন পোলিং অফিসার হিসেবে দেখা গিয়েছিল। ২০১৭ সালের সেই ছবিতে তুলে ধরা হয়েছিল ছত্তিশগড়ের নক্সাল অধ্যুষিত এলাকায় কীভাবে তিনি পোলিং অফিসার হিসেবে ভোট করিয়েছিলেন। দারুণ প্রশংসাও পেয়েছিলেন তিনি সেই ছবির জন্য। নিউটন ছবির জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। সেরা বিদেশি ছবি বিভাগেও ৯০ তম আকাদেমি অ্যাওয়ার্ডের জন্য ভারতের তরফে পাঠানো হয় এই ছবিকে। এবার পর্দার পর বাস্তবেও তাঁকে সেই এক ভূমিকা পালন করতে দেখা যাবে।
ইলেকশন কমিশনের তরফে প্রতিবার একজন জনপ্রিয় ভারতীয় নাগরিক, মূলত অভিনেতা অভিনেত্রী বা খেলোয়াড়কে জাতীয় আইকন হিসেবে ঘোষণা করে। তাঁরা সাধারণ নাগরিকদের ভোটদানে উৎসাহ দেন, পদ্ধতি বোঝান। বৃহস্পতিবার তাঁকে জাতীয় আইকন ঘোষণা করার পর ডেপুটি ইলেকশন কমিশনার মনোজ কুমার সাউ এবং ইলেকশন কমিশনার অরুণ গোয়েল রাজকুমারকে ডার্লিং অব দ্য ইয়ুথ বলেও আখ্যা দেন এদিন। জানান তাঁদের এবারের উদ্যোগ নো ভোটার লেফট বিহাইন্ড। আর তাতেই রাজকুমার সাহায্য করবেন তাঁদের।
আরও পড়ুন: বিয়ের আগে শাহরুখ খানও নাম বদলেছিলেন! কিন্তু কেন?
এর আগে ইলেকশন কমিশনের তরফে পঙ্কজ ত্রিপাঠী, আমির খানের মতো অভিনেতা বা সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, এমসি মেরি কম প্রমুখের মতো খেলোয়াড় বা অ্যাথলিটদের জাতীয় আইকন হিসেবে ঘোষণা করেছিল।
আগামীতে এই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রায় ১৬১ মিলিয়ন মানুষ ভোট দেবেন। আগামী মাসেই এই নির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তাছাড়া ২০২৪ সালে তো লোকসভা নির্বাচন আছেই।