প্রেম নিয়ে কোনওদিনই রাখঢাক রাখেননি তাঁরা। নায়িকা জোর গলায় বলেছেন- বেশ করেছি প্রেম করেছি, লুকাব কেন? প্রযোজক-অভিনেতা জ্যাকি ভাগনানি ও অভিনেত্রী রাকুলপ্রীত সিং-এর প্রেমকাহিনি এবার পেতে চলেছে কাঙ্খিত পরিণতি। নতুন বছরের গোড়াতেই সাত পাক ঘুরবেন দুজনে।
বি-টাউনে আপতত বিয়ের মরসুম। সুরায় ডুব দিয়েছেন আরবাজ, ৪৭ বছরের রণদীপ হুডা বিয়ে করেছেন লিনকে। এবার ছাদনা তলায় রাকুল প্রীত আর জ্যাকি। হিন্দুস্তান টাইমসের হাতে এসেছে তাজা আপটেড। জানা যাচ্ছে প্রেমের মাসেই গাঁটছড়া বাঁধবেন দুজনে। ট্রেন্ড ফলো করেই ডেস্টিনেশন বিয়ে সারছেন তাঁরা। তবে অন্য বলি নায়িকাদের চেয়ে একটু অন্যরকম রকুলের পছন্দ।
সিদ্ধার্থ মালহোত্রার ‘আইয়ারি’ নায়িকা রাজস্থানে নয়, গোয়ায় সাত পাক ঘুরবেন। জুটির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, ‘আগামী ২২শে ফেব্রুয়ারি রকুলআর জ্যাকি গোয়ায় বিয়ে করতে চলেছে’। আয়োজন এলাহি হলেও হাতে গোনা অতিথির উপস্থিতিতেই হবে বিয়ের অনুষ্ঠান।
২০২১ সালে নিজেদের সম্পর্কে অফিসিয়্যাল সিলমোহর দিয়েছিলেন রকুল প্রীত। প্রেমিকের হাতে হাত রাখার লেন্সবন্দি মুহূর্ত ইনস্টাগ্রামে দিয়ে অভিনেত্রী লিখেছিলেন, ‘এ বছরে তুমিই আমার সব চেয়ে বড় উপহার।’ তারপর কেটেছে প্রায় দু-বছর। ২২-এর নভেম্বরেই নাকি বিয়ে করে নিতে দুজনে। তবে কাজ নিয়ে ব্যস্ততার জেরে সেবার ভেস্তে যায় পরিকল্পনা। তবে এবার দিনক্ষণ পাকা।
বলিউডে যেখানে ‘আমরা শুধুই বন্ধু’ বলার চল, সেখানে উলটো পথের পথিক রকুল ও জ্যাকি। এই ব্যাপারে অভিনেত্রীকে প্রশ্ন করা হল তিনি সটান জানিয়েছিলেন, ‘হ্যাঁ এরকম হয় কারণ অনেকেই ভয় পান যে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা তাঁর কর্মজীবন নিয়ে প্রকাশিত খবরে প্রভাব ফেলবে। কিন্তু, এরকম হওয়ার সম্ভাবনাই নেই! আর যদি হয় তাহলে বুঝতে হবে কোথাও বড় একটা ভুল হচ্ছে।’
বলিউডের নামী পরিচালক-প্রযোজক বাবা বসু ভগনানির ছেলে জ্যাকি। বাবার প্রযোজনায় ২০০৯ সালে ‘কল কিসনে দেখা’ ছবিতে বলিউডে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন জ্যাকি। প্রথম ছবিতে বিশেষ সাফল্য মেলেনি। তার পর একাধিক বার পর্দায় তাঁকে দেখা গেলেও দর্শক-মনে চাপ ফেলতে পারেননি জ্যাকি। এর পরেই পর্দার সামনে থেকে নেপথ্যে স্থানান্তর। আপাতত প্রযোজনা নিয়ে ব্যস্ত রকুলের হবু বর।
২০২৩ সালটা পেশাগতভাবে মোটেই ভাবে যায়নি রাকুলের। তাঁর বক্স অফিসে একমাত্র হিন্দি রিলিজ ছিল ‘ছাত্রিওয়ালি’। সামাজিক বার্তা থাকলেও সিনেমা হলে মুখ থুবড়ে পড়ে এই ছবি। তবে নতুন বছরে কমল হাসানের ইন্ডিয়ান ২-তে দেখা যাবে জ্যাকির হবু বউকে।