মুক্তির আগে থেকেই চর্চায় রয়েছে রণবীর কাপুরের 'অ্যানিম্যাল'। ডিসেম্বরে মুক্তির পাচ্ছে সন্দীপ রেড্ডি ভাংগা পরিচালিত এই ছবি। এই ছবিতে রণবীরকে দেখা যাবে এক্কেবারেই অন্য অবতারে। রোম্যান্টিক হিরোর খোলস ছেড়ে রণবীর এখন অ্যাকশন হিরো। হাতে কুড়ুল, মুখেে চোখে রক্তের ছিটে, বড় চুল, শীতল চাহনি, টিজারে ইতিমধ্যেই রণবীরকে এমনভাবে দেখে চমকে উঠেছিললেন দর্শক।
আর এবার অ্যানিম্যাল নিয়ে সামনে এল বড় খবর। অ্যাকশন হিরো হয়েই খোদ বাদশা শাহরুখকে চ্যালেঞ্জ ছুঁড়লেন রণবীর। ভাবছেন তো ব্যাপারটা কী? তাহলে বলি, মুক্তির আগেই 'জওয়ান'কে ছাপিয়ে গেলেন রণবীর। কিন্তু কীভাবে?
আরও পড়ুন-বড় পর্দা ছেড়ে এবার বাংলা সিরিয়ালে অভিনয় করবেন সাহেব, ছোটপর্দায় ফিরছেন অর্জুনও
আরও পড়ুন-রাহার জন্মদিনের খাবার তৈরি হয়েছে রণবীর-আলিয়ার বাড়ির রান্নাঘরেই, কী কী ছিল মেনুতে?
আরও পড়ুন-Exclusive! Soumitrisha: সত্যিই 'মিঠাই-২'এলে কাজ করতে রাজি হবেন? উত্তর দিলেন সৌমিতৃষা
'অ্যানিম্যাল' এই মুহূর্তে রণবীর কাপুরের সবথেকে বড় রিলিশ হতে চলেছে। এটাই প্রথম হিন্দি ছবি যেটা উত্তর আমেরিকার ৮৮৮টি হলে মুক্তি পেতে চলেছে। এর আগে ‘জওয়ান’ ও 'ব্রহ্মাস্ত্র' মার্কিন মুলুকে মুক্তি পেয়েছিল। তবে ‘জওয়ান’ পেয়েছিল ৮৫০টি আর 'ব্রহ্মাস্ত্র' পেয়েছিল ৮১০টি হল। সেদিক থেকে দেখতে গেলে শাহরুখের 'জওয়ান'কে ইতিমধ্যেই ছাপিয়ে গিয়েছে রণবীরের ‘অ্যানিম্যাল’।
প্রসঙ্গত ‘অ্যানিম্যাল’-এর আগে পরিচালক সন্দীপ রেড্ডি ভাংগার 'কবীর সিং' ছিল সুপার হিট। সেকথা মাথায় রেখে পরিচালকের এই নতুন ছবি ঘিরে দর্শকদের একটা আলাদা আগ্রহ রয়েছে। এছাড়াও এই ছবি ঘিরে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হল রণবীর রশ্মিকা জুটি। তাঁদের রসায়ণ দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শক। তবে তার উপর খলনায়কের ভূমিকায় রয়েছেন ববি দেওল, রয়েছেন তৃপ্তি ডিমরি। তবে আবার রণবীর পথে বাধাও হতে পারেন কিং খান। কারণ ডিসেম্বরেই আবার আসছে শাহরুখ 'ডাঙ্কি'। তাই 'ডাঙ্কি'এর 'অ্যানিম্যাল'-এর পথের কাঁটা হয় কিনা সেটাই দেখার।