১২ নভেম্বর আসছে সলমন খান আর ক্যাটরিনা কাইফের টাইগার ৩। ইতিমধ্যেই সিনেমা নিয়ে শুরু হয়েছে মাতামাতি। ইদের ফ্লপের চক্করে এবার ভাইজান বেছে নিয়েছেন দিওয়ালি-র দিনটাকেই। ইতিমধ্যেই ১০ কোটির উপরে টিকিট প্রি বুকিং হয়ে গিয়েছে। কিন্তু খবর রয়েছে, এশিয়ার ৩টি দেশে টাইগার ৩-এর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
খবর বলছে মধ্যপ্রাচ্যের ৩টি দেশ ওমান, কাতার এবং কুয়েতে টাইগার ৩-এর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে সেই দেশে থাকা সলমন খানের ভক্তরা আর দেখতে পারবেন না এই স্পাই থ্রিলার। আরও পড়ুন: সেজেগুজে সারার বাড়িতে কার্তিক! ‘কেন মুখে নেই হাসি?’, করণকে দুষল নেটিজেনরা
তা কেন এই ৩টি দেশে দেখানো হবে না টাইগার ৩? খবর বলছে, এসব দেশে নিষেধাজ্ঞা জারি করার পিছনের কারণ হল ইসলামী দেশ ও সেখানকার মানুষদের নেতিবাচক আলোতে চিত্রিত করা। যদিও সলমন খান, বা যশরাজ ফিল্মসের তরফে এখনও এই নিয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি।
টাইগার ৩-এর অগ্রিম টিকিট বুকিং খোলা হয়েছিল ৫ নভেম্বর, ছবি মুক্তির ঠিক এক সপ্তাহ আগে। অসাধারণ সাড়া ফেলে দিয়েছে যা ইতিমধ্যেই। সলমন খানকে নিয়ে ক্রেজ চোখে পড়ার মতো। বাণিজ্য বিশ্লেষক এবং চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শের জানিয়েছেন, ছবিটি মাত্র চার দিনে পিভিআর এবং সিনেপোলিস-সহ জাতীয় চেইনগুলিতে ১ লাখ টিকিট বিক্রি হয়েছে।
টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিটি পরিচালনা করেছেন মনীশ শর্মা। আসন্ন স্পাই-থ্রিলারে সলমন এবং ক্যাটরিনা অর্থাৎ টাইগার আর জোয়ার কেমিস্ট্রি, চোখ ধাঁধানো অ্যাকশন দেখতে পারবেন দর্শকরা। আরও পড়ুন: কালো পোশাকে স্পষ্ট অনুষ্কার বেবিবাম্প, হাত ধরে হাঁটছেন বিরাটের! বিশ্বকাপের মাঝে নতুন ভিডিয়ো ভাইরাল
হিন্দি, তামিল ও তেলেগুতে মুক্তি পাবে টাইগার ৩। সলমন আর ক্যাটরিনার সিনেমায় ভিলেন হিসেবে দেখা মিলবে ইমরান হাসমির। এছাড়াও রয়েছেন কুমুদ মিশ্র, রেবতী, ঋদ্ধি ডোগরা-রা।
ট্রেলার বলছে, টাইগারের উপর এবার রয়েছে দেশদ্রোহের অভিযোগ, উপরোন্তু পরিবার আর দেশ, দুইয়ের মধ্যে একটা বেছে নেওয়ার কঠিন শর্ত। কীভাবে দু-কূল রক্ষা করবেন তিনি? সেই নিয়েই এগোবে মণীশ শর্মার টাইগার ৩। ছবির ট্রেলার জুড়ে কখনও বাইক, কখনও ঘোড়া তো কখনও হারনেস থেকে ঝুলে বন্দুক চালাতে দেখা গেল সলমনকে। শুধু যে অ্যাকশন হিরোর মুডে ভাইজান, তেমনটা নয়। পরিবারের চিন্তায় কান্নায় ভেঙে পড়তেও দেখা গেল তাঁকে।