রিমঝিম মিত্রকে বর্তমানে তোমাদের রাণী ধারাবাহিকে দেখা যাচ্ছে। প্রাথমিক ভাবে তাঁর চরিত্রটিকে নেতিবাচক দেখানো হলেও বর্তমানে এটিকে এখন ভালোর আলোয় দেখানো হচ্ছে। নায়িকার প্রভাবে তাঁর অভিনয় করা চরিত্র পিঙ্কিতে এখন বেশ বদল এসেছে। এই ধারাবাহিকে ঘোরতর সংসারী হলেও রিমঝিম মৈত্র কিন্তু আদতে সিঙ্গল। অবিবাহিত। কিন্তু জানেন কি রিমঝিম মিত্রকে এবার এক ডাকাত প্রেম প্রস্তাব দিয়েছিল! তারপর?
আরও পড়ুন: ফিরছে শুভশ্রী - দেবালয় জুটি! উপন্যাসভিত্তিক ইন্দুবালা ভাতের হোটেলের পর এবার কোন গল্পের পালা?
রিমঝিম মিত্রকে প্রোপজ করেছিল ডাকাত!
রিমঝিম মিত্রকে একবার এক ডাকাত প্রোপজ করেছিল। সেই প্রেম প্রস্তাবের জন্যই কি তিনি আর কখনও বিয়ের পিঁড়িতে উঠলেন না? ব্যাপারটা আসলে কি? এই বিষয়ে টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান 'আমি তখন মমতা শঙ্করের ব্যালে ট্রুপের সঙ্গে যুক্ত ছিলাম। নাচ করতাম। তখন সেভেন পড়ি। সবে সবে ছেলেদের দেখা শুরু করেছি। সেবার বাইরে শো করতে যাচ্ছি ট্রেনে করে। আমাদের সবার টিকিট ছড়িয়ে ছিটিয়ে ছিল। স্টেশনে একদল সুপুরুষ ছিল। দেখলাম। ভালোই লাগছিল। আচমকা লোডশেডিং হয়ে যায়। তারপর যখন আলো আসে তখন ওরা আর ওখানে ছিল না। আমরা ট্রেনে উঠে যাই।'
আরও পড়ুন: দুর্দান্ত গেয়েও দীপন বাদ! ইন্ডিয়ান আইডল ১৪ এর সেমি ফাইনালে বাংলার অনন্যা - শুভদীপ, আছেন আর কারা?
আরও পড়ুন: এবারের শীতেই ছাদনাতলায় যাচ্ছেন রূপসা! কবে বিয়ে করছেন সায়নদীপকে? মেনুতে থাকছে কোন চমক?
এরপর তিনি জানান তিনি এবং তাঁর এক বান্ধবী বাথরুমে যেতে গিয়ে দেখেন মমতা শঙ্করের স্বামী ছুটে আসছেন। তিনি অভিনেত্রীদের নির্দেশ দেন বাথরুমেই থাকতে। পরে জানতে পেরেছিলেন স্টেশনের ওই সুপুরুষ ছেলেগুলো আসলে ডাকাত ছিল। তাঁরা তাঁদের কামরায় না এলেও, আগের কামরায় উঠে চিৎকার করে বলেছিল 'ওই নাচের দলের মেয়েগুলো নিয়ে যাব। ওদের বিয়ে করে সংসার করব।'
আরও পড়ুন: প্রতিবারের মতো এবারেও মথুরা ভ্রমণ সৌমিতৃষার, কেকের বদলে প্রসাদ খেয়ে জন্মদিন উদযাপন দেবের নায়িকার
সেসব ঘটনা এখন অতীত। তবে এসব মনে পড়লে এখনও শিউরে ওঠেন তিনি।
তোমাদের রাণী প্রসঙ্গে
তোমাদের রাণী ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় প্রতিদিন সন্ধ্যা ছয়টা নাগাদ থেকে সম্প্রচারিত হয়। এখানে মুখ্য ভূমিকায় অভিকা মালাকার এবং অর্কপ্রভকে দেখা যায়। এছাড়া অন্যান্য ভূমিকায় আছেন রিমঝিম মিত্র, মধুপ্রিয়া চৌধুরী, প্রমুখ। এই ধারাবাহিকের প্রধান জুটি দুর্জয় এবং রাণী দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়।