সালটা ২০১৮। সেই বছরই ২৬ জানুয়ারি না ফেরার দেশে চলে যান সুপ্রিয়া দেবী। দেখতে দেখতে তাঁর প্রয়াণের পর ৬ বছর কেটে গিয়েছে। এদিন তাঁর মৃত্যুবার্ষিকীতে বিশেষ একটি পোস্ট লিখলেন তাঁর নাতি শন বন্দ্যোপাধ্যায়। বাদ গেলেন না জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও।
সুপ্রিয়া দেবীর মৃত্যুবার্ষিকীতে কী লিখলে ঋতুপর্ণা - শন?
২৬ জানুয়ারি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুপ্রিয়া দেবীর মৃত্যুবার্ষিকী। এদিন তাঁর তাঁর স্মৃতির উদ্দেশ্যে একটি বিশেষ পোস্ট করেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি এদিন এই বর্ষীয়ান অভিনেত্রীর মৃত্যুর সময়কার একটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁকে সাদা চুড়িদার পরে সুপ্রিয়া দেবীর ছবির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এই ছবিটি পোস্ট করে ঋতুপর্ণা লেখেন, 'বেণু আন্টি তোমায় খুব মিস করি।' সঙ্গে তিনি একটি নমস্কারের ইমোজি পোস্ট করেন।
আরও পড়ুন: গান গেয়ে সন্ধ্যা জমালেন রূপম, রকস্টারের বার্থডে পার্টিতে সৃজিত-অনুপম-রুদ্রনীল সহ এলেন কারা?
আরও পড়ুন: '১৯৬৯ সালে প্রথম ট্রিঙ্কাসে...' পদ্মভূষণ পাচ্ছেন ঊষা, ‘গর্বিত’ বন্ধু শশী থারুর স্মৃতি হাতড়ে কী লিখলেন?
অন্যদিকে সুপ্রিয়া দেবীর নাতি তথা টলিউডের জনপ্রিয় অভিনেতা শন বন্দ্যোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন দিদিমার প্রয়াণবার্ষিকী উপলক্ষ্যে। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে সুপ্রিয়া দেবীর একটি অল্প বয়স এবং একটি বয়সকালের ছবি পোস্ট করেন কোলাজ করে। সেই ছবিটি পোস্ট করে শন লেখেন, ‘তোমার স্মৃতির উদ্দেশ্যে।’
আরও পড়ুন: 'না চেয়েও সব পাওয়ার আনন্দ', পদ্মভূষণ পেয়ে 'গর্বিত' 'কাবুলিওয়ালা', আনন্দ জাহির করে কী বললেন মিঠুন
কে কী লেখেন?
অভিনেত্রী পুষ্পিতা মুখোপাধ্যায় এদিন ঋতুপর্ণা সেনগুপ্তর পোস্টে লেখেন, 'প্রণাম জানাই।' আরও অনেকেই তাঁর পোস্টে প্রয়াত অভিনেত্রীর উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছেন।