বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman Khan on Bigg Boss OTT 2: 'অশ্রদ্ধা, মারপিট, গালিগালাজ সহ্য করব না', বিগ বস OTT ২ নিয়ে বিরক্তি প্রকাশ সলমনের

Salman Khan on Bigg Boss OTT 2: 'অশ্রদ্ধা, মারপিট, গালিগালাজ সহ্য করব না', বিগ বস OTT ২ নিয়ে বিরক্তি প্রকাশ সলমনের

বিগ বস OTT ২ নিয়ে বিরক্তি প্রকাশ সলমনের

Salman Khan on Bigg Boss OTT 2: বিগ বসের পর এবার বিগ বস OTT ২ -তেও সঞ্চালনা করতে দেখা যাচ্ছে সলমনকে। করণ জোহরকে সরিয়ে এই সিজনে এসেছেন তিনি। কিন্তু এবার এই শোয়ের বিরুদ্ধে এক প্রকার অসন্তোষ প্রকাশ করলেন ভাইজান।

বিগ বসের মতোই বিগ বস OTT-ও সমান জনপ্রিয় হয়েছে। সেই কারণেই প্রথম সিজনের পর দ্বিতীয় সিজনে বেশ কিছু বদল করা হয়েছে এখানে। বিগ বস বলতেই সবার আগে যেটা মনে পড়ে সেটা হল সলমন খান। ভাইজান ছাড়া যেন এই শো অসম্পূর্ণ। সেই কারণেই বিগ বস OTT -র দ্বিতীয় সিজনে করণ জোহরকে সরিয়ে তাঁর জায়গায় সঞ্চালনার দায়িত্ব নিয়ে এসেছেন সলমন নিজেই। এবার তিনি এই শোয়ের বিরুদ্ধে একপ্রকার ক্ষোভ প্রকাশ করলেন।

সলমন জানিয়ে দেন তিনি একটা সময়ের পর, একটা লিমিটের পর আর অশ্রদ্ধা, অসভ্যতা সহ্য করতে পারেন না। বিগ বসের সঞ্চালক যে বেশ বীতশ্রদ্ধ সেট বেশ ভালোই বোঝা যাচ্ছে। তিনি তাঁর বক্তব্যে এদিন আরও বলেন যে সব কিছুর একটা সীমা একটা সৌজন্যবোধ থাকা উচিত। যতই কেউ ঝগড়া করুক, বা যতই কথা কাটাকাটি হোক সেখানে একটা লিমিট রাখা উচিত। আর তাঁর শোতে কেউ যদি সেই সীমা লঙ্ঘন করেন তাহলে তাঁর ক্লাস তিনি নিজেই নেবেন বলেও ভাইজান জানিয়ে দেন।

সলমন এই প্রসঙ্গে বলেন, 'আমি একদমই অশ্রদ্ধা, অসভ্যতা সহ্য করতে পারি না। সেটা এই শো-কে নিয়ে হোক বা শোয়ের যাঁরা অর্গানাইজার তাঁদের হোক বা প্রতিযোগীদের একে অন্যের সঙ্গে কোনও ব্যাপার হোক। লড়াই করো, ঝগড়া করো কিন্তু নিজের লিমিটে থেকে। অশ্রদ্ধা, মারামারি, গালিগালাজ আমি কিন্তু একদম সহ্য করব না। আর যদি এসব আমি কিছু দেখি তাহলে যেন আমি নিজেই তাঁকে শায়েস্তা করব।'

আরও পড়ুন: বেবিকাকে প্যান্ট খুলে নিতম্ব প্রদর্শন, জাদের কাণ্ডে ক্ষুব্ধ সলমন বললেন 'ভারত ক্ষমাশীল দেশ বলে...'

গত সপ্তাহের উইকেন্ড কা ভার পর্বে তিনি রীতিমত জাদ হাদিদ এবং আকাঙ্ক্ষা পুরিকে তুলোধনা করেন এভাবে অনস্ক্রিন চুমু খাওয়ার জন্য। বেবিকাকে প্যান্ট খুলে নিতম্ব দেখানোর জন্য তিনি জাদকে যথেষ্ট বকাঝকা করেন।

তিনি এদিন শোতে বলেন, 'আপনাদের সবার মনে হচ্ছে এই ঘটনাটা এই সপ্তাহের হাইলাইট ছিল? কিন্তু আপনারা যা করেছেন সেটা কি আপনাদের মূল্যবোধ, বড় হয়ে ওঠা, আমাদের সংস্কৃতির সঙ্গে খাপ খায়? আপনারা যা করেছেন তার জন্য আমার কাছে ক্ষমা চাইতে হবে না। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমি এই শো ছেড়ে দিচ্ছি।'

আরও পড়ুন: বিগ বস OTT ২-তে কেন হঠাৎ দর্শকদের কাছে ক্ষমা চাইলেন সলমন

তিনি একই সঙ্গে এখানে আরও বলেন ভারত একটি রক্ষণশীল দেশ হলেও ক্ষমাশীল বটে। যে দেশের সংস্কৃতি এত সুন্দর সেখানে পাবলিকলি এই ধরনের ব্যবহার তিনি মোটেই মানতে পারেননি।

বন্ধ করুন