বিগ বস ১৭ এর একটি নতুন ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে বিগ বস হাউজে ইশা মালভিয়াকে জাপটে ধরে চুমু খাচ্ছেন সমর্থ জুরেল। অভিনেত্রীকে আচমকাই জাপটে জড়িয়ে ধরেন তিনি। তারপর তাঁকে চুমু খান। এই ভিডিয়ো দেখে সকলেই তাজ্জব বনে গিয়েছেন।
সমর্থ এবং ইশার ভিডিয়ো
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে সমর্থ জোর করে ইশাকে চুমু খাচ্ছেন। সমর্থ তাঁকে চুমু খেতেই অভিনেত্রী তাঁকে জোর করে সরিয়ে দিতে চান। বলতে থাকেন, 'সরে যা।' কিন্তু সমর্থ শুনলে তো! তিনি তাঁর হাত জোর করে ধরে থাকেন এবং চুমু খেতে চান আরও। ইশা তাঁকে বলেন, 'ইয়ার চিন্টু আমার লাগছে।'
আরও পড়ুন: টাইগার জিন্দা হ্যায়র আয় টপকাতেই হিমশিম খাচ্ছে টাইগার ৩! ১২ দিনে কত আয় করল সলমনের ছবি?
আরও পড়ুন: হেরা ফেরি ৩ এর হাঁড়ির খবর ফাঁস করলেন পরেশ রাওয়াল, কবে মুক্তি পাচ্ছে ছবি?
কে কী বলছেন?
তাঁদের দুজনের এই কাণ্ড দেখে তাজ্জব বনে গিয়েছেন সকলে। কেউ বিরক্ত হয়েছেন, কেউ আবার অবাক। এক ব্যক্তি লেখেন, 'ইশার সঙ্গে যেভাবে জোর জবরদস্তি করে চুমু খান, জড়িয়ে ধরে সেটাকে দেখেই সমর্থর উপর রাগ ধরে যায়।' কেউ আবার লেখেন, 'ও মনে করে ওকে বেশ মজাদার লাগছে কিন্তু আদতে পুরো বেকার লাগছে।' 'সলমনের উচিত ওকে বকা দেওয়া, এসব অসভ্যতা' মন্তব্য আরেকজনের।
যদিও এটাই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার তাঁদের ঘনিষ্ঠ ভাবে দেখা গিয়েছে। কখনও বিছানায় বসে গল্প করতে করতে ইশাকে চুমু খেয়েছেন সমর্থ।
বিগ বস ১৭
বিগ বস ১৭ নামক জনপ্রিয় রিয়েলিটি শোটি কালার্স টিভিতে দেখা যায়। সলমন খান সঞ্চালিত এই শো সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাত ১০টা এবং শনি এবং রবিবার রাত ৯টা থেকে সম্প্রচারিত হয়।