বাংলা নিউজ > বায়োস্কোপ > Sandhya Mukherjee: মায়াবতী মেঘের রাজ্যে চির তন্দ্রায় গীতশ্রী, মিলিয়ে গেল সুরের আকাশের ইন্দ্রধনু

Sandhya Mukherjee: মায়াবতী মেঘের রাজ্যে চির তন্দ্রায় গীতশ্রী, মিলিয়ে গেল সুরের আকাশের ইন্দ্রধনু

বিদায় নিলেন গীতশ্রী। (ফাইল ছবি)

৯০ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। 

সঙ্গীত আবার এক নক্ষত্রপতন। লতা মঙ্গেশকরের পরে এবার গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। ৯০ বছরে এসে পথচলা শেষ হল তাঁর। গত কয়েক দিন ধরেই অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন হাসপাতালে। মঙ্গলবার সন্ধ্যায় সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি শিল্পী। 

১৯৩১ সালে কলকাতার ঢাকুরিয়ায় জন্ম হয় তাঁর। ছয় ভাইবোনের মধ্যে কনিষ্ঠতম ছিলেন তিনি। বাবা নরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন রেলের অফিসার, মা হেমপ্রভা দেবী গৃহবধূ।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি আগ্রহ ছিল। পণ্ডিত সন্তোষকুমার বসু, এটি কানন, চিন্ময় লাহিড়ির থেকে তিনি তালিম পেয়েছেন। তবে গুরু হিসাবে তিনি বারবার বলতেন উস্তাদ বড়ে গুলাম আলি খাঁ সাহেবের কথা। ছোটবেলা থেকেই ধ্রুপদী সঙ্গীতের তালিম শুরু হয় তাঁর। 

যদিও ছোটবেলা থেকে ধ্রুপদী সঙ্গীতচর্চা দিয়ে শুরু করেছিলেন, কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায় বাংলা আধুনিক গান এবং চলচ্চিত্রের গানেও সমান মাপে জনপ্রিয়তা পান। শুধু বাংলাতেই নন, হিন্দি ছবিতেও কাজ করেছেন তিনি। ১৯৫০ সালে ‘তারানা’ ছবি দিয়ে শুরু করে একের পর এক হিন্দি ছবির গান গেয়েছেন তিনি। সব মিলিয়ে ১৭টি হিন্দি ছবিতে গান গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। 

১৯৫২ সালে পাকাপাকিভাবে কলকাতায়ফিরে আসেন তিনি। শুরু করেন পর পর বাংলা ছবিতে গান গাওয়া। ১৯৬৬ সালে শ্যামল গুপ্তর সঙ্গে বিয়ে হয় তাঁর। শ্যামল গুপ্তর লেখা বহু গানও গেয়েছেন সন্ধ্যা। 

বাংলা সিনেমার গান যত দিন থাকবে, তত দিন অমর থাকবেন সন্ধ্যা মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে একের পর এক কালজয়ী গান গেয়েছেন তিনি। উত্তম কুমারের ছবি মানেই, তাঁর কণ্ঠে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান এক সময়ে বাঙালির গানে বসে গিয়েছিল। সে গান না শুনলে বাঙালির মনের আশা মিটত না। হেমন্ত ছাড়াও সুরকার রবিন চট্টোপাধ্যায়, নচিকেতা ঘোষের সঙ্গেও বহু ছবিতে কাজ করেছেন সন্ধ্যা। 

তবে শুধু গান নয়, রাজনৈতিক কারণেও সন্ধ্যা মুখোপাধ্যায় মনে থেকে যাবেন অনেকেরই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে দুঃস্থ আশ্রয়প্রার্থীদের সাহায্য করতে এগিয়ে এসেছিলেন তিনি। অর্থ তোলার বিষয়ে তিনি পুরোভাগে দাঁড়িয়েছিলেন। স্বাধীন বাংলাদেশে রেডিয়ো সেন্টার খোলার বিষয়েও তাঁর অগ্রণী ভূমিকা ছিল। বঙ্গবন্ধুকে নিয়ে ‘তুমি ফিরে এলে’ বলে একটি গানও গান সন্ধ্যা। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও তাই তাঁর জনপ্রিয়তা ছিল সমান মাপের। 

কিছু দিন আগেই কোভিড সংক্রমণ হয় তাঁর। সেই সংক্রমণের পরেই বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এরই মধ্যে তাঁকে ‘পদ্মশ্রী’ পুরস্কার দেওয়ার কথা শোনা যায়। কিন্তু সন্ধ্যা জানিয়েছিলেন, ওই পুরস্কার তাঁর জন্য অসম্মানজনক। তাই তিনি সেটি নিতে চাননি।

এর কিছু দিন পরে আবার অসুস্থ হয়ে পড়েন শিল্পী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। শেষ হল একটি যুগের। মায়াবতী মেঘের রাজ্যে পাকাপাকিভাবে চলে গেলেন আধুনিক বাংলা গানের হাতেখড়ি যে কয়েক জন কিংবদন্তির হাত ধরে, তাঁদের একেবারে পুরোভাগে থাকা 

বায়োস্কোপ খবর

Latest News

রিচার হবু সন্তানকে আদর! বেবি বাম্পে চুমুই খেয়ে বসলেন রেখা ইডেনে ফের নারিন ধামাকা, কেরিয়ারে প্রথমবার এক আইপিএলে করলেন ৩ অর্ধশতরান 'দেহত্যাগ করুন', অভিজিৎকে বেনজির আক্রমণ মমতার, SSC মামলায় পদত্যাগ করতে বলেছিলেন বড় খবর! হোয়াটস অ্যাপ কি চলে যাচ্ছে ভারত থেকে? যা হল হাইকোর্টে সবটা জেনে নিন 'রবি কিষাণ আমার জন্মদাতা', শেনোভার DNAপরীক্ষার আবেদনে কী জানাল আদালত? শাহজাহানের 'ডেরা'-য় আরও বোমা-অস্ত্র? সন্দেশখালিতে NSG, রোবট নামিয়ে চলছে অভিযান 'মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করতে হবে' বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের 'আই লাভ ইউ!' ইলন মাস্কের ডিপফেক ভিডিয়ো কল মহিলাকে, হাওয়া হয়ে গেল ৪০ লাখ কেমন কাটবে আগামিকাল? কারা পাবেন ভাগ্যের সাহায্য? জেনে নিন ২৭ এপ্রিলের রাশিফল

Latest IPL News

ইডেনে ফের নারিন ধামাকা, কেরিয়ারে প্রথমবার এক আইপিএলে করলেন ৩ অর্ধশতরান বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.