বাংলা নিউজ > বায়োস্কোপ > Sandhya Mukhopadhyay: অক্সিজেন সাপোর্ট লাগছে না, এখন কেমন আছেন ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়?

Sandhya Mukhopadhyay: অক্সিজেন সাপোর্ট লাগছে না, এখন কেমন আছেন ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়?

 সন্ধ্যা মুখোপাধ্যায়

এখন কেমন আছেন সন্ধ্যা মুখোপাধ্যায়? 

লতা মঙ্গেশকরের মৃত্যুর ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশ। করোনা পরবর্তী জটিলতা কেড়ে নিয়েছে ‘সুরসম্রাজ্ঞী’কে। অন্যদিকে লতার বন্ধু সন্ধ্যা মুখোপাধ্যায় লড়াই চালিয়ে যাচ্ছেন হাসপাতালে। আগের চেয়ে অনেকটাই ভালো আছেন গীতশ্রী, বলছেন চিকিত্সকরা। গত ৭ই ফেব্রুয়ারি করোনামুক্ত হয়েছেন নবতিপর গায়িকা। হাসপাতাল সূত্রে খবর, আপতত অক্সিজেন সাপোর্ট লাগছে না তাঁর। বাইপাস লাগোয়া অ্যাপোলো হাসপাতালের তিনতলার ৩৫৫ নম্বর মহারাজা কেবিনই এখন সন্ধ্যা মুখোপাধ্যায়ের ঠিকানা। এই মুহূর্তে সেমি-ফ্লুইড খাবার নিজেই খাচ্ছেন তিনি, যদিও এখনও সংকটমুক্ত নন গায়িকা। কিন্তু ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন তিনি। স্বাভাবিকভাবেই প্রাবীণ গায়িকার পরিবার ও অনুরাগীরা খুশি এই খবরে। 

‘পদ্ম সম্মান’ নিয়ে বিতর্কের মধ্যেই গত ২৭শে জানুয়ারি গুরুতর অসুস্থ হয়ে পড়েন সন্ধ্যা মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁকে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন সকাল থেকে শ্বাসকষ্ট শুরু হয় প্রবীন গায়িকার। গ্রিন করিডর করে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। যদিও পরবর্তী সময়ে কোভিড রিপোর্ট পজিটিভ আসলে, তাঁকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 

ফুসফুসে সংক্রমণ রয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের। সঙ্গে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনও হয়েছে তাঁর ফুসফুসে। হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। বাড়িতে পড়ে গিয়ে ভেঙেছে কোমরের হাড়। এছাড়াও একাধিক অঙ্গ ঠিকভাবে কাজ করছে না তাঁর। তবে আপতত সন্ধ্যা মুখোপাধ্যায়ের রক্তচাপ কিছুটা স্থিতিশীল, অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক রক্তে। নতুন করে কোনও সমস্যা দেখা যায়নি। 

 

বন্ধ করুন