বলা হয়, বিশ্বে নাকি একই চেহারার ৭জন ব্যক্তি রয়েছে। অনেকেই এটি বিশ্বাস করে না। তবে তারকাদের মতো দেখতে অন্য মানুষদের ছবি প্রায়ই ভাইরাল হয় ইন্টারনেটে। যা ধাঁধা ধরিয়ে দেয় চোখে। আসল-নকল বোঝার উপায় পর্যন্ত থাকে না। সাম্প্রতিক সময়ে যেমন ভাইরাল সারা আলি খানের মতো দেখতে একটি মেয়ের ছবি। একাধিক ছবিতে দুজনকে দেখা গেল একই পোশাকে। এমনকী, সারা নিজেও দেখা করলেন তাঁর ‘যমজ’-এর সঙ্গে।
সারার মতো দেখতে এই মেয়েটির নাম হল ইশিকা জাইওয়ানি, যার ইনস্টাগ্রামে হাজার হাজার ফলোয়ার রয়েছে। তিনি হলেন সারা আলি খানের প্রতিরূপ। নিজের অ্যাকাউন্টে, ইশিকা ভ্রমণ এবং তার লাইফস্টাইল সংক্রান্ত ফোটো এবং ভিডিও পোস্ট করেন। তিনি ভাল নাচেন এবং সারার সঙ্গে তাঁর মুখে রয়েছে আকর্ষণীয় সাদৃশ্য। মেয়েটি অভিনেত্রীর সঙ্গে কয়েকবার দেখাও করেছে এবং সারার সঙ্গে বানিয়েছে মজাদার সব রিলস।
আরও পড়ুন: শারীরিক সুখ নয়, মনই আসল! সরস্বতী পুজো শোভন-বৈশাখীর বাড়ি, হলুদ ছেড়ে পরলেন সবুজ
সম্প্রতি, ইশিকা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সারার সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন। একই পোশাক পরা, সারা এবং ইশিকা এই ছবিতে যেন একে অপরের "জেরক্স কপি" হিসাবে উপস্থিত হয়ে দর্শকদের চমকে দিয়েছিলেন। তাদের ভিন্ন ভিন্ন নাকের গঠন ব্যতীত, চেহারা প্রায় একইরকম।
আরও পড়ুন: দ্বিতীয় বিয়েতে জন্ম এষার, হিরে ব্যবসায়ী জামাই হাতছাড়া করতে রাজি নন ধর্মেন্দ্র?
সইফ আলি খান ও অমৃতা সিং-এর প্রথম সন্তান সারা আলি খান। কেদারনাথ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছেন। প্রথম ছবি থেকেই কিন্তু সারা বুঝিয়েছেন তিনি জাত অভিনেতা। জারা হটকে জারা বচকে, অতরঙ্গি রে-এর মতো ছবিতে সারার কাজ মন ছুঁয়ে নিয়েছে তাঁর অনুরাগীদের।
আরও পড়ুন: মারধর করতেন সলমন! অতীত নিয়ে প্রশ্নে ঐশ্বর্য উঠলেন ফুঁসে, থমথমে পরিস্থিতি
২০২৪ সালও সারা আলি খানের কাটতে চলেছে ব্যস্ততার মধ্য দিয়েই। পাইপলাইনে দুটি বড় রিলিজ রয়েছে অভিনেত্রীর। যার মধ্যে দুটি সিনেমা মার্ডার মুবারক ও এ মেরে ওয়াতন রিলিজ করবে ওটিটি-তে। ১৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল সিনেমা মুক্তির তারিখ ও টিজার ভিডিয়ো। বাস্তব জীবনের ঘটনা থেকে অনুপ্রাণিত, ছবিটি পরিচালনা করেছেন কান্নান আইয়ার এবং লিখেছেন দারব ফারুকি এবং আইয়ার। ছবিতে সারা আলি খান প্রধান চরিত্রে অভিনয় করেছেন এবং এতে শচীন খেদেকর, অভয় ভার্মা ,স্পর্শ শ্রীবাস্তব, আনন্দ তিওয়ারি প্রধান ভূমিকায় অভিনয় করেছেন এবং ইমরান হাশমির বিশেষ অতিথি উপস্থিতি রয়েছে।