শুধু বাংলা সারেগামাপা নয়, জাতীয় মঞ্চেও গান গেয়ে ঝড় তুলেছেন সোনিয়া গজম। এবার তিনি এসেছিলেন দিদি নম্বর ১-এ। আর সেখানেই সোনিয়ার মুখের বাংলা ভাষা শুনে তাজ্জব হয়ে যান শো-এর হোস্ট রচনা বন্দ্যোপাধ্যায়। এতটাই অবাক হয়ে যান যে, ভাষা হারিয়ে ফেলেন।
জি বাংলার তরফে শেয়ার করা প্রোমোতে দেখা গেল রচনা সোনিয়ার উদ্দেশে প্রশ্ন করছেন, ‘সোনিয়া কিছু বাংলা শিখলে?’ আর তাতে জবাব এল, ‘আপনি যে পুছবে, আমি জবাব দেবে’। এমন জগাখিচুরি কথা শুনে রচনার মুখ হাঁ হয়ে যায়। পাশে থাকা সোনিয়ারই সহ-প্রতিযোগী সুস্বাতী মল্লিক বুঝিয়ে বলেন, ‘ও বলতে চাইছে পুছবে (ঘর মোছার অঙ্গিভঙ্কি করে), ও জবাব দেবে’। আর তারপরই ওঠে হাসির রোল।
আরও পড়ুন: মমতার কথা রাখলেন না কবীর সুমন! ১০ দিন হওয়ার আগেই হাসপাতাল থেকে ফিরলেন বাড়ি
রচনা কোনওরকমে নিজেকে সামলে নিয়ে বলেন, ‘এত বাংলা শিখেছ, আমি তো অবাক হয়ে যাব।’ তাতে সারেগামাপা-খ্যাত এই গায়িকার জবাব, তিনি বম্বে গিয়ে নাকি বাংলাই ভুলে গেছেন। তাতে রচনা বলেন, ‘কিছুক্ষণ পর যখন প্রশ্নগুলো আসবে বাংলায়, পড়তে পারবে তো?’ তাতে ফের ভাঙাচোরা বাংলাতেই সোনিয়ার কাছ থেকে জবাব এল, ‘হ্যাঁ পড়তে পারি। থ্রি, ফোর, ফাইভ ক্লাসে থার্ড ল্যাঙ্গোয়েজ ছিল’।
আরও পড়ুন: মায়ের জন্য প্রেমিকা টিকছে না বিক্রমের! করলেন দাদাগিরিতে সৌরভের কাছে দুঃখপ্রকাশ
২০২৩ সালের বাংলা সারেগামাপা-তে অংশ নিয়েছিলেন সোনিয়া গজম। তবে বিজয়ী হন লক্ষ্মীকান্তপুরের পদ্মপলাশ হালদার, ও অস্মিতা কর। আর দ্বিতীয় অ্যালবার্ট কাবো ও তৃতীয় সোনিয়া। সেই সময় পুরস্কার হিসেবে ১ লক্ষ টাকা পান। এরপর যোগ দেন জাতীয় মঞ্চে। তবে সেখানেও ফাইনালে পৌঁছে ফিরতে হয় খালি হাতে। বিজেতার ট্রফি জিতে নেন অ্যালবার্ট কাবো।
আরও পড়ুন: বাবা হয়েই বিপাকে দুর্নিবার! হাসপাতাল থেকে শিশুর ভিডিয়ো পোস্ট করে পড়লেন ট্রোলে
গানের দুনিয়ায় ইতিমধ্যেই বেশ নাম করেছেন এই কন্যে। লাইভ শো-তেও ডাক পান প্রচুর। খড়গপুরের মেয়ে সোনিয়ার অইএসপি তাঁর বলিষ্ঠ কণ্ঠস্বর। তবে বাংলা সারেগামাপা-তে বেশিরভাগ সময়ই গেয়েছিলেন হিন্দি গান, এই অস্পষ্ট বাংলা উচ্চারণের কারণে। তাই তাঁকে তৃতীয় করায় বিতর্কের ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়াতে।
এদিন দিদি নম্বর ১-এ ছিল গায়িকা স্পেশাল এপিসোড। আরও হাজির হয়েছিলেন চন্দ্রিকা ভট্টাচার্য, সুস্বাতী মল্লিক, অন্বেষা দত্তরা। হাসি, ঠাট্টা, খেলার পাশাপাশি গানেও ভরে উঠেছিল গোটা এপিসোড।