সত্যজিৎ রায়ের আজ মৃত্যুদিবস। ফেলুদার স্রষ্টার মৃত্যুর পর কেটে গিয়েছে ৩২টা বছর। এমন দিনে তাঁরই বলে যাওয়া কিছু কথা জেনে নেওয়া যাক।
সত্যজিৎ রায় কী বলেছেন অন্তরঙ্গতা নিয়ে?
একটি সাক্ষাৎকারে একবার সত্যজিৎ রায় অন্তরঙ্গতা নিয়ে কথা বলেছিলেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, 'কিছু পরিস্থিতিতে একটা বিশেষ লিমিটের পর বেশি অন্তরঙ্গতা দেখাতে পারতাম না। কারণ সেই সময়, ধরুন ৩০-৩৫ বছর আগে সেভাবে ঘনিষ্ট দৃশ্য দেখানো যেত না একটা লিমিটের পর। আর এটা আমার কাছে চ্যালেঞ্জের মতো ছিল। প্রচলিত শারীরিক ঘনিষ্টতা না দেখিয়েও অন্তরঙ্গতা দেখাতে হতো। একটা চুমু না দেখিয়েও ঘনিষ্টতা দেখানো বা ভালোবাসে একে অন্যকে সেটা বোঝানো সেটা সত্যিই চাপের ছিল।'
আরও পড়ুন: 'গণতন্ত্রের কাতিল' মুখ্যমন্ত্রী! চাকরি বাতিল নিয়ে সরব রুদ্রনীল, বললেন, 'এরপরও ঘুম কি আসে আপনার প্রতি রাতে?'
আরও পড়ুন: সাধ খেলেন নাতাশা, বেবি বাম্প আগলে বরুণের সঙ্গে কাটলেন বিশেষ থিমের কেক! কবে আসছে সন্তান?
এই সাক্ষাৎকারে তিনি তাঁর ছবির বিষয়েও নানা কথা বলেছিলেন। জানান, 'আমি যখন অপরাজিত ফ্লপ হওয়ার পর জলসাঘর বানালাম ভারতীয় দর্শকদের তখন আমি জানতাম এই ছবি দেশের বাইরে যাবে না। তবে পরে সেটা লন্ডনে দেখানো হয়েছিল।'
সত্যজিৎ রায় প্রসঙ্গে
সত্যজিৎ রায় যেমন দুর্দান্ত ছবি আঁকতেন, তেমনই ভালো লিখতেন। আর ছবির কথা তো সকলেই জানেন। আসলে বাঙালির কাছে তিনি অনুপ্রেরণা, আদর্শ। এই প্রবাদপ্রতিম অস্কারজয়ী বাঙালি ১৯৯২ সালে ২৩ এপ্রিল না ফেরার দেশে পাড়ি দেন। আগামীতে আসছে তাঁর লেখা গল্প নয়ন রহস্যর উপর ভিত্তি করে একই নামের নতুন ফেলুদার ছবি। একই সঙ্গে আসছে ভূতোও।