বলিউডের একাধিক অভিনেতা, অভিনেত্রীদের সংসারে আসছে নতুন সদস্য। অনেকেই দুই থেকে তিন হতে চলেছেন শীঘ্রই। রণবীর সিং-দীপিকা পাড়ুকোন, আদিত্য ধর-ইয়ামি গৌতমের সঙ্গে এই তালিকায় আছে বরুণ ধাওয়ান এবং তাঁর স্ত্রী নাতাশা দালাল। সন্তান আসার আগে এদিন তাই সাধ খেলেন নাতাশা। রবিবার, ২১ এপ্রিল সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাতাশার সাধের অনুষ্ঠানে এসেছিলেন শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত।
বরুণ এবং নাতাশার সাধের অনুষ্ঠান
বরুণ এবং নাতাশার ফ্যান ক্লাবের তরফে এদিন তাঁদের সাধ ভক্ষণ অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে আনা হয়। আর সেখানেই দেখা যাচ্ছে অভিনেতার স্ত্রী একটি সাদা রঙের ফ্লোরাল প্রিন্টের অফ শোল্ডার পোশাক পরে আছেন। ধরে রয়েছেন তাঁর বেবি বাম্প। তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছেন বরুণ। অভিনেতার পরনে সাদা টিশার্ট এবং নীল ফ্লোরাল প্রিন্টের শার্ট। তাঁদের সঙ্গে তাঁদের একাধিক বন্ধুকেও দেখা যাচ্ছে।
আরও পড়ুন: 'সিনেমার কেরিয়ার শেষ, তাই এখন...' লাগাতার আক্রমণের শিকার হয়ে হিরণকে একহাত নিলেন দেব
আরেকটি ভিডিয়োতে দেখা যাচ্ছে বরুণ এবং নাতাশা একটি থিম কেক কাটছেন সন্তান আসার আনন্দে। তাঁদের বন্ধুরা তাঁদের পাশে দাঁড়িয়ে আনন্দে হাততালি দিচ্ছেন। এই ভিডিয়োতে দেখা মেলে অভিনেতার মায়েরও। লালি ধাওয়ান এদিন গানের তালে তালে নাচ করেন। উপস্থিত ছিলেন হবু দাদু ডেভিড ধাওয়ানও।
থিম কেকের ছবিটি শেয়ার করেন মীরা রাজপুত। সেখানে দেখা যাচ্ছে এই কেকের উপর একটি টেডি রাখা আছে। তার গলায় আবার গোলাপি রঙের একটা বো এবং হাতে গোলাপি ফুল ধরা। এই ছবিটি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে নাতাশা লেখেন, 'অনেক শুভেচ্ছা নিও নাতাশা এবং বরুণ। অনেক শুভেচ্ছা তোমাদের।' প্রসঙ্গত শাহিদ এবং বরুণের মতো নাতাশা এবং মীরাও একে অন্যর দারুণ বন্ধু।
আরও পড়ুন: ২০২৪-এর অন্যতম হিট বাংলা ছবি, কিন্তু অতি উত্তম তৈরি হয়েছে কীভাবে? প্রকাশ্যে আনলেন সৃজিত
বরুণ এবং নাতাশা প্রসঙ্গে
২০২১ সালের ২৪ জানুয়ারি গাঁটছড়া বাঁধেন বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল। এই বছরের ফেব্রুয়ারি মাসে তাঁরা সন্তান আসার খবর সকলের সঙ্গে ভাগ করে নেন।