চলতি সপ্তাহে মুক্তি পেয়েছে হিট জুটি কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবানির ‘সত্যপ্রেম কি কথা’র ট্রেলার। সোমবার মুক্তি পেল পরিচালক সমীর বিদ্যানস পরিচালিত এই ছবির ঝলক। প্রকাশ্যে আসার পরই নেটদুনিয়ায় সাড়া ফেলেছে ‘সত্যপ্রেম কি কথা’র ট্রেলার।
ট্রেলার মুক্তি রাতে ছবির টিম কার্তিক থেকে কিয়ারা, পরিচালক সমীর বিদ্যানস, প্রযোজক শারিন মন্ত্রী কেদিয়া, কিশোর আরোরা সকলে সাজিদ এবং ওয়ারদা নাদিওয়ালার মুম্বইয়ে জুহুর বাড়িতে একসঙ্গে উদযাপন করতে সামিল হন।
এ দিন খুব ক্যাজুয়াল হলুদ রঙের লিলেনের শার্ট, ডেনিম জিনস পরে পার্টিতে দেখা মেলে কার্তিকের। কিয়ারা একটি সাদা ট্যাঙ্ক টপের বেইজ রঙের প্যান্ট পরে ধরা দেন। পার্টির অন্দর থেকে বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন কার্তিক আরিয়ান। ছবিতে সকলের মুখে উজ্জ্বল হাসি। দুটি ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, ‘গত রাতে চিন্তায় ঘুম হয়নি। আজ আনন্দের চোটে ঘুমাতে পারিনি। ভালোবাসায় পরিপূর্ণ’।
আরও পড়ুন: সৈকতে হলুদ বিকিনিতে ইলিয়ানা, মা হওয়ার আগেই বললেন, সন্তানের মনের কথা
'ভুলভুলাইয়া ২’-এর পর এই ছবির ঝলকেও কার্তিক-কিয়ারার রসায়ন থেকে চোখ ফেরানো দায়। ছবিতে সত্যপ্রেমের চরিত্রে অভিনয় করেছেন কার্তিক। কিয়ারা হয়েছেন কথা কিষান কাপাডিয়া। গুজরাটি পরিবারের ছেলে সত্যপ্রেম বিয়ে করার স্বপ্ন দেখে। কিন্তু পাত্রী সন্ধান মেলেনি। এমন পরিস্থিতিতেই তাঁর জীবনে আবির্ভাব হয় কথার।
ছবিতে নিজেকে ‘ভার্জিন’ বলে দাবি করেন কার্তিক আরিয়ান। বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু বাবা-মা'র মাথাব্যাথাই নেই কার্তিকের বিয়ে নিয়ে! তাই সে সটান বাবাকে বলে দেয়, ‘আমি কি অনাথ?’ পালটা জবাব আসে, ‘কী আবল-তাবল বকছিস? তোকে আমি আর দীপালি এক শটে কনসিভ করেছি।’ বিয়ে পাগলা সত্যপ্রেম মানে কার্তিকের এবার বলে বসে, ‘হ্যাঁ,তাহলে আমি নিজের বাচ্চা কবে কনসিভ করব বল?’ এমনই হালকা ছলে শুরু হয়েছে ছবিট ট্রেলার।
কোনও বড় সত্যি গোপন রেখেই কথা বিয়ে করে সত্যপ্রেমকে। বিয়ের আসরে কার্তিককে হাসিখুশি অবস্থায় দেখা মিললেও মনমরা কিয়ারা। স্বভাবতই মনের মানুষ কথাকে বিয়ের পরেও সুখী নয় সত্যপ্রেম, বড় ঝড় অপেক্ষা করছে তাঁর জন্য। সত্যপ্রেম আর কথার এই দূরত্ব কীভাবে ঘুচবে? সেই নিয়েই এগোবে ছবির গল্প।
কার্তিক-কিয়ারা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন সুপ্রিয়া পাঠক কাপুর, গজরাজ রাও, সিদ্ধার্থ রণধেরিয়া, রাজপাল যাদবের মতো শিল্পীরা। আগামী ২৯ জুন ২০২৩ সালে মুক্তি পেতে চলেছে ‘সত্যপ্রেম কি কথা’।