দুই বোনের গল্প নিয়ে শুরু হয়েছিল ইচ্ছে পুতুল। দুই বোন, ভালোবাসে একই ছেলেকে। বাংলা সিরিয়ালের দুনিয়ায় হয়তো এমন গল্প নতুন কিছু নয়। তবে প্রেজেন্টেশনের কাৎণেই দর্শক মনে ভালো জায়গা করে নিয়েছিল এই ধারাবাহিক।
২০২৩ সালের জানুয়ারি মাসে শুরু হয়েছিল ইচ্ছে পুতুল-এর পথ চলা। সেই সময়ের বেঙ্গল টপার অনুরাগের ছোঁয়ার বিপরীতে এসেছিল এটি। তার আগে মাসখানেকের ভিতরে একাধিক ধারাবাহিককে বন্ধ করেছিল নয়তো হতে হয়েছিল স্লট। ইচ্ছে পুতুলই প্রথম ৫ প্লাসের বেশি টিআরপি আনে। তবে তারপরেও সরিয়ে দেওয়া হয় বিকেল ৬টার স্লটে। তোমাদের রাণীর বিপরীতে দেওয়া হয় এই মেগাকে। সময় বদলের পর হপ্তা দুই স্লট লিডার হলেও, তারপর থেকে একটানা হারতে থাকে নম্বরে। আর যার ফলে এবার ১ বছর হতে না হতেই বন্ধ হবার পালা।
আরও পড়ুন: সোনা-রূপাকে নিয়ে সূর্য-দীপার নাচ, স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের সম্প্রচার কবে?
শেষ দিনে স্বভাবতই মন খারাপ সেটে উপস্থিত সকলের। খানিকটা চোখের জল চেপেই শেষ দিনের কাজ সারতে দেখা গেল মেঘ, ময়ূরী, নীল, গিনিদের। মেঘ অর্থাৎ তিতিক্ষা জানালেন, সহকর্মী থেকে সেটে চা দিত যেই দাদা, সকলকেই মিস করবেন তিনি। তবে এতদিন কাজ করে সহকর্মীরা সকলেই এখন তাঁর কাছে পরিবারের মতো হয়ে গিয়েছে। তাই রোজ দেখা না হলেও, যোগাযোগটা থাকবেই!
ময়ূরী চরিত্রে কাজ করেছেন শ্বেতা মিশ্র। দর্শকদের থেকে নিজের নেতিবাচক চরিত্রের জন্য কম গালাগালি খেতে হয়নি। তাই জানালেন, অনেক স্মৃতি নিয়ে গেলেও, ময়ূরী চরিত্রটিকে সেটেই ছেড়ে যাবেন। অবশ্য পরে মত বদলে জানালেন, ময়ূরীর মতো একটু কনফিডেন্স তাঁর জীবনে আসলে নেহাত মন্দ হয় না!
আরও পড়ুন: ‘আমরা এড়িয়ে চলা শুরু করি…’, প্রশ্মিতা-অনুপমের বিয়ের দু দিন আগে কী লিখলেন পিয়া?
মন খারাপের রেশ ধরা পড়ল নীল ওরফে মৈনাকের মুখেও। সেট থেকে গিনির সঙ্গে বসে শেষ লাঞ্চ করার ভিডিয়ো শেয়ার করেছেন তিতিক্ষা ইনস্টাগ্রামে।
আরও পড়ুন: টুং টাং পিয়ানোয়! ৩ বছর বয়সেই ঢেউ উঠল সুরে, ইউভানের ভিডিয়ো শেয়ার মাম্মা শুভশ্রীর
আপাতত দেখা যাচ্ছে মেঘ আর নীল ফের বিয়ে করেছে। আর বিয়ের আসরে নিজের বোনের উপর গুলি চালানোয় ময়ূরী জেলে। তবে মেঘের বিয়ের দিনই জেলের মধ্যে অন্য বন্দিদের সঙ্গে মারামারি করে সে। যাতে পালাতে পারে। আপাতত ভর্তি রয়েছে হাসপাতালে। এবারেও মেঘ-ময়ূরীর মা বড় মেয়েরই পক্ষ নিয়েছেন। ফলত নিজের রিসেপশন ছেড়ে মেঘ আর নীল হাসপাতালে। প্রশ্ন হল, ফের একবার মেঘকে প্রাণে মারার চেষ্টা করবে না তো ময়ূরী? সব ঠিক হয়ে যাবে শেষে, নাকি হিংসের কারণে কোনও এক বোন চিরকালে হারিয়ে যাবে!
১১ মার্চ থেকে সোম থেকে রবি সন্ধে ৬টায় সম্প্রচারিত হবে যোগমায়া ধারাবাহিক। অর্থাৎ ১০ মাস শেষ সম্প্রচার। বাকি আর এক সপ্তাহ। তাই গল্প কোন দিকে মোড় নেয়, তা দেখতে আরও কিছুটা অপেক্ষা তো করতেই হবে!