সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল এবারের জি সিনে অ্যাওয়ার্ড। আর সেখানে একাধিক বিভাগে পুরস্কার পেয়েছে জওয়ান। বরং এই বিষয়ে বলা ভালো অধিকাংশ বিভাগেই পুরস্কার পেয়েছে জওয়ান। আর তার মধ্যে একটি বিভাগ ছিল সেরা পরিচালক। এই বিভাগে পুরস্কার পেয়েই এদিন শাহরুখের পায়ে হাত দিয়ে প্রণাম করেন অ্যাটলি। তাঁদের দুজনের এই মিষ্টি মুহূর্ত রীতিমত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত গত রবিবার, ১০ মার্চ মুম্বইতে এই অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: আবির গানে দোলের আগেই রাঙিয়ে দিলেন ইমন, বসন্ত উৎসবে মাতালেন ঊষা উত্থুপ - জোজো - ফকিরারা
শাহরুখকে প্রণাম অ্যাটলির
এদিন ইনস্টাগ্রামে একজন পাপারাৎজি শাহরুখ এবং অ্যাটলির এই মিষ্টি মুহূর্তটির ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে যখন সেরা পরিচালক বিভাগে অ্যাটলির নাম করা হয় তখন সবাই আনন্দে হাততালি দিয়ে ওঠেন। আর জওয়ান পরিচালক অ্যাটলি উঠে দাঁড়িয়ে সবাইকে নমস্কার করেন। এরপরই শাহরুখের পায়ে হাত দিয়ে তাঁকে প্রণাম করতে দেখা যায়। এদিন তাঁরা পাশাপাশি বসে ছিলেন।
আরও পড়ুন: 'মানুষ বোধহয়...', 'ধনী' রাজকে বিয়ে করায় লাগাতার ট্রোল্ড, এবার জবাবে কী বললেন 'অর্থলোভী' শিল্পা?
অ্যাটলির কীর্তিতে কী করলেন শাহরুখ?
অ্যাটলি তাঁকে প্রণাম করতেই শাহরুখ তাঁকে আটকাতে যান, কিন্তু থামাতে পারলে তো! এরপর তিনি পরিচালককে জড়িয়ে ধরেন এবং চুমু খান। অ্যাটলিকে তারপর মঞ্চে উঠতে দেখা যায়। রানি মুখোপাধ্যায় তাঁর হাতে সেরা পরিচালকের পুরস্কার তুলে দেন। এদিন পরিচালক একটি নীল সাদা পোশাক পরে এসেছিলেন। শাহরুখের পরনে ছিল কালো স্যুট এবং জুতো।
আরও পড়ুন: 'আরে, শাহরুখ তো...' পাঠানের মতো ছবি বানানোর দাবি আমিরকে, জবাবে কী বললেন মিস্টার পারফেকশনিস্ট?
আরও পড়ুন: চিকিৎসকের বারণ উপেক্ষা করে হুইলচেয়ারে বসেই ভুল ভুলাইয়া ৩-এর কাজ শুরু করলেন আনিস বাজমি!
জওয়ান প্রসঙ্গে
জওয়ান ছবিটি গত বছর ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। এই ছবিটির হাত ধরেই বলিউডে ডেবিউ করেন অ্যাটলি। এখানে শাহরুখের দ্বৈত চরিত্র ছিল। তিনি ছাড়াও ছিলেন নয়নতারা, দীপিকা পাড়ুকোন, প্রিয়মণি, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, ঋদ্ধি ডোগরা, প্রমুখ। এটি বলিউডের সব থেকে বেশি ব্যবসা করা ছবি।