বলিউডের অন্যতম হিট এবং সেরা জুটি হল রাজ কুন্দ্রা এবং শিল্পা শেট্টি। কিন্তু তাঁদের মাঝে মধ্যেই কটাক্ষের মুখে পড়তে হয়। হতে হয় ট্রোলের শিকার। অনেকেই দাবি করেন ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে শিল্পা বিয়ে করেছেন স্রেফ টাকার জন্য। এতদিন এই ট্রোল, কটাক্ষ নিয়ে কিছু না বললেও এবার অবশেষে এই বিষয়ে মুখ খুললেন শিল্পা শেট্টি।
রাজকে বিয়ে করায় কটাক্ষ, এবার জবাবে কী বললেন শিল্পা?
সম্প্রতি শিল্পা শেট্টি জুমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি এতদিন ধরে যে কটাক্ষের মুখোমুখি হয়েছেন সেই বিষয়ে মুখ খুললেন। জানান তিনি যখন রাজ কুন্দ্রাকে বিয়ে করেন তখন গুগলের তথ্য অনুযায়ী ১০৮ তম ধনী ব্রিটিশ ইন্ডিয়ান ছিলেন রাজ।
আরও পড়ুন: চিকিৎসকের বারণ উপেক্ষা করে হুইলচেয়ারে বসেই ভুল ভুলাইয়া ৩-এর কাজ শুরু করলেন আনিস বাজমি!
আরও পড়ুন: আবির গানে দোলের আগেই রাঙিয়ে দিলেন ইমন, বসন্ত উৎসবে মাতালেন ঊষা উত্থুপ-জোজো-ফকিরারা
এরপর তিনি ব্যাখ্যা করে আরও জানান, লোকজন বলেন যে তিনি নাকি ধনী ব্যবসায়ী দেখে বিয়ে করেছেন। কিন্তু মানুষ এটা গুগল করতে ভুলে যান যে শিল্পা নিজেও তখন যথেষ্ট বিত্তশালী ছিলেন। যদিও শিল্পা জানান তাঁর এখন মোট সম্পত্তির পরিমাণ আরও বেড়েছে, আর এখনও তিনিই তাঁর সমস্ত বিল, GST মেটান।
শিল্পা এদিন তাঁর সাক্ষাৎকারে স্পষ্ট ভাবেই জানিয়ে দেন সফল নারীরা সবসময় তাঁর সঙ্গীর টাকা দেখে বিয়ে করে না। অভিনেত্রীর কথায় রাজ ধনী হতে পারে। কিন্তু তাঁদের যখন বিয়ে হয়েছে তখন আরও বিত্তশালীরা তাঁকে প্রেমের প্রস্তাব দিয়েছেন, কিন্তু তিনি সেসবে পাত্তা দেননি। কারণ টাকা তাঁর কাছে সব থেকে জরুরি ছিল না।
আরও পড়ুন: জি সিনে অ্যাওয়ার্ড যেন জওয়ান-ময়! শাহরুখ সহ রানি-সানি-কিয়ারারা কে কোন বিভাগে পুরস্কার পেলেন?
শিল্পা শেট্টির আগামী প্রজেক্ট
শিল্পা শেট্টিকে শেষবার রোহিত শেট্টি পরিচালিত ওয়েব সিরিজ ইন্ডিয়ান পুলিশ ফোর্সে দেখা গিয়েছিল। সেখানে তাঁর সঙ্গে সিদ্ধার্থ মালহোত্রা, বিবেক ওবেরয়, প্রমুখকে দেখা গিয়েছিল।