মাঝে মধ্যে AskSRK- সেশনে অনুরাগীদের নানান প্রশ্নের জবাব দেন শাহরুখ খান। শনিবার ফের একবার AskSRK-এর হাত ধরে অনুরাগীদের দরবারে হাজির হয়েছিলেন শাহরুখ। দিলেন নানান প্রশ্নের জবাব। এবার বেশিরভাগ প্রশ্নই উঠে এল কিং খানের আগামী ছবি 'জওয়ান' নিয়ে। সকালেই কমবেশি জানতে চান 'জওয়ান'-এর ট্রেলার কবে বের হবে?
এক অনুরাগী, শাহরুখের উদ্দেশ্যে লেখেন, ‘জওয়ান-এর ট্রেলার কবে আসছে? আমদের আর অপেক্ষা সইছে না।’ উত্তরে শাহরুখ লেখেন, ‘ এটা কি আদৌ তৈরি? সিদ্ধান্ত নিতে পারছি না, নতুন গান আনব, নাকি ট্রেলার?’ এক অনুরাগী মজা করে লেখেন, 'যেহেতু সকলে জওয়ানের ট্রেলারের জন্য অপেক্ষা করছেন, তাই তাঁদেরকে চমকে দিতে শাহরুখ ডাঙ্কির ট্রেলার নিয়ে হাজির হতে পারেন।' এমন কথার জবাবে কিং খান ওই অনুরাগীকে লেখেন, ‘ভাই তুম তো মুজসে ভি জাদা আতরঙ্গি নিকলে...হা হা (হাসি। অভি #জওয়ান হি ঠিক হ্যায়। (আপনি আমার চেয়ে বেশি রঙিন মানুষ মনে... এখন জওয়ান ঠিক আছে)’ এক অনুরাগী লেখেন, ‘আপনি কি জওয়ান- সিনেমার সঙ্গে ৭ সেপ্টেম্বর ট্রেলার বের করবেন নাকি?’ উত্তরে কিং খান মজা করে লেখেন, হতে পারে, ‘জওয়ানের ট্রেলার ছবি মুক্তির পর বের হল।’
এক অনুরাগী ‘জওয়ান’-এ শাহরুখ ন্যাড়া মাথা লুক কীভাবে বানিয়েছেন সেবিষয়ে প্রশ্ন করেন। জানান, ন্যাড়া মাথাতেও কিং খানকে তাঁর দারুণ লেগেছে। উত্তরে বাদশা বলেন, ‘আর অদ্ভুত ব্যাপার হল আমি পাঠানের ঠিক পরেই এটা করেছি। পাঠানে লম্বা চুল এবং তারপর জওয়ানে হঠাৎ টাক হয়ে যাওয়াটা খুবই অদ্ভুত ছিল! ভাবছি, কীভাবে এটা আমার বাচ্চাদের প্রভাবিত করবে??!! হা হা #জওয়ান’
একজন আবার মজা করে বলেন, ‘স্যার বউকে নিয়ে জওয়ান দেখতে যাওয়ার প্ল্যান করেছি। তবে প্রত্যেকবার বউ দেরি করিয়ে দেয়। জওয়ানের সময়ও করেছিল। কোনও টিপস দিন, সঠিক সময়ে জওয়ান দেখতে পৌঁছানোর।’ উত্তরে মজা করে কিং খান লেখেন, ‘বন্ধুরা বউদের নিয়ে সমস্যা সমাধানের প্রশ্ন দয়া করে আর করবেন না!! আমি তো নিজের সমস্যা সামলে উঠতে পারছি না, আর আপনারা আপনাদের সমস্যাও আমার উপর চাপিয়ে দিচ্ছেন! সমস্ত বউ-রা দয়া করে কোনও চাপ না নিয়ে জওয়ান দেখতে যান।’
এক অনুরাগী শাহরুখকে তাঁর হ্যান্ডসাম লুকের রহস্য নিয়ে প্রশ্ন করেন। উত্তরে কিং খান বলেন, ‘অতিরিক্ত খাবেন না, মনে শুধুমাত্র ভাল চিন্তা রাখুন এবং একটি পরিষ্কার হৃদয় তৈরি করুন। এটাই রেসিপি!! ’ প্রসঙ্গত, ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে শাহরুখের জওয়ান।