আইসিএসই এবং আইএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের সময় প্রায় এসেই গেল। আর কিছুক্ষণ পরেই দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবে কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশন (CISCE)। সকাল ১১ টা থেকে কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইট www.cisce.org এবং results.cisce.org-র পাশাপাশি CAREERS পোর্টাল এবং DigiLocker-তেও আইসিএসই এবং আইএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবে পড়ুয়ারা। প্রিন্ট করে রাখতে পারবে মার্কশিটও।
অনলাইনে কীভাবে ICSE এবং ISC পরীক্ষার রেজাল্ট দেখা যাবে?
১) শুরুতেই results.cisce.org-তে যেতে হবে। সকাল ১১ টায় লিঙ্ক অ্যাক্টিভেট হবে। আপাতত সেখানে দেখাচ্ছে, ‘ICSE & ISC Year 2024 Examination Results — ICSE results will be published on 06/05/2024 11:00 AM IST, ISC results will be published on 06/05/2024 11:00 AM IST’। ১১ টা বাজলেই সেখানে রেজাল্ট দেখার জায়গা আসবে।
২) হোমপেজে কোর্স, ইউনিক আইডি (Unique ID), ইনডেক্স নম্বর (Index Number) এবং ক্যাপচা (Captcha) থাকবে। সেই ইউনিক আইডি, ইনডেক্স নম্বর এবং ক্যাপচা দিতে হবে। আর কোর্সের যে ড্রপ-ডাউন বক্স থাকবে, তাতে ICSE এবং ISC লেখা থাকবে। সেটা বেছে নিতে হবে।
৩) পুরো কাজটা হয়ে যাওয়ার পরে ‘Show Result’-এ ক্লিক করতে হবে পড়ুয়াদের। তাহলেই স্ক্রিনে রেজাল্ট দেখা যাবে। আর যারা মার্কশিট প্রিন্ট করতে চায়, তারা ‘Print Result’-তে ক্লিক করে সেই কাজটা করতে পারবে।
ICSE এবং ISC পরীক্ষার রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক- এখানে ক্লিক করুন
ICSE এবং ISC পরীক্ষায় পাশের মাপকাঠি
কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের নিয়ম অনুযায়ী, দশম শ্রেণির বোর্ড পরীক্ষা তথা ICSE-তে উত্তীর্ণ হওয়ার জন্য পড়ুয়াদের প্রতিটি বিষয়ে ন্যূনতম ৩৩ শতাংশ নম্বর পেতে হবে। সার্বিকভাবেও ন্যূনতম ৩৩ শতাংশ নম্বর পেতে হবে পড়ুয়াদের। আর দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রে তো পাশমার্ক আরও বেশি হয়। প্রত্যেক পড়ুয়াকে প্রতিটি বিষয়ে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হয়। আর সার্বিকভাবে মোট নম্বরও কমপক্ষে ৪০ শতাংশ হতে হবে। তবে কোনও পড়ুয়া পাশ করেছে বলে বিবেচনা করবে কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশন।