অস্কার না হোক, জনপ্রিয় স্টান্ট অ্যাওয়ার্ডে নমিনেশন পেল শাহরুখের জওয়ান এবং পাঠান। গত বছরের এই দুটো ব্লকবাস্টার হিট নমিনেশন পেয়েছে ভালচারের দ্বিতীয় বার্ষিক স্টান্ট অ্যাওয়ার্ডে। এই ছবি দুটোর টক্কর জমবে জন উইক ৪, টম ক্রুজ অভিনয় মিশন ইম্পসিবল: ডেড রেকোনিং পার্ট ওয়ানের সঙ্গে।
স্টান্ট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত শাহরুখের জওয়ান এবং পাঠান
এই আসন্ন স্টান্ট অ্যাওয়ার্ডে সেরা ওভার অল অ্যাকশন ছবির বিভাগে মনোনীত হয়েছে পাঠান এবং জওয়ান। এছাড়া অ্যাকশন ফিল্ম বিভাগের সেটা স্টান্ট বিভাগেও জায়গা পেয়েছে জওয়ান। একই সঙ্গে এটি সেরা গাড়ির স্টান্ট বিভাগেও স্থান অর্জন করেছে সেই হাইওয়েতে গাড়ি ধাওয়া করা দৃশ্যের জন্য। অন্যদিকে পাঠান সেরা এরিয়াল স্টান্ট বিভাগে জায়গা পেয়েছে জেটপ্যাক ফাইট সিকোয়েন্সের জন্য।
আরও পড়ুন: দিদি নম্বর ওয়ানে আরেফিনকে প্রপোজ দীপান্বিতার! তুঁতের প্রেমকাহিনি কি তবে বাস্তবেও গড়াল?
এক ঝলকে দেখে নিন কোন ছবি কীসে মনোনয়ন পেল
অ্যাকশন ছবিতে সেরা স্টান্ট:
দ্য ইকুইলাইজার ৩
এক্সট্রাকশন ২
জওয়ান
জন উইক ৪
মিশন ইম্পসিবল: ডেড রেকোনিং পার্ট ওয়ান
সেরা গাড়ির স্টান্ট:
ফাস্ট এক্স
ফেরারি
জওয়ান
জন উইক ৪
মিশন ইম্পসিবল: ডেড রেকোনিং পার্ট ওয়ান
সেরা এরিয়াল স্টান্ট
এক্সট্রাকশন ২
গডজিলা মাইনাস ওয়ান
কান্দাহার
মিশন ইম্পসিবল: ডেড রেকোনিং পার্ট ওয়ান
পাঠান
সেরা ওভার অল অ্যাকশন ফিল্ম:
ব্যালেরিনা
গাই রিচিজ দ্য কভেনান্ট
মিশন ইম্পসিবল: ডেড রেকোনিং পার্ট ওয়ান
এক্সট্রাকশন ২
ফিস্ট অব দ্য কনডর
জওয়ান
জন উইক ৪
পাঠান
সাইলেন্ট নাইট
শিন কামেন রাইডার
পাঠান এবং জওয়ান প্রসঙ্গে
পাঠান ছবিটি গত বছর ২৫ জানুয়ারি মুক্তি পায়। এটি যশরাজ স্পাইভার্সের অংশ। শাহরুখ খান ছাড়াও এই ছবিতে ছিলেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, প্রমুখ। ছবিটির পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। এখানে সলমন খানকে দেখা গিয়েছিল টাইগারের ক্যামিও চরিত্রে।
অন্যদিকে জওয়ান ছবিটি ৭ সেপ্টেম্বর মুক্তি পায়। অ্যাটলি পরিচালনা করেছিল ছবিটির। এখানে মুখ্য ভূমিকায় শাহরুখ ছাড়াও ছিলেন নয়নতারা, বিজয় সেতুপতি, প্রমুখ। ক্যামিও চরিত্রে দেখা মেলে সঞ্জয় দত্ত এবং দীপিকা পাড়ুকোনের।