শাহরুখের জন্য ২০২৩ সালটা বড্ডই ভালো যাচ্ছে। পাঠান সুপারহিট হওয়ার পর, তুমুল ব্যবসা করার পর এবং বক্স অফিস জুড়ে কেবল জওয়ান ছেয়ে আছে। মুক্তি পাওয়ার পর থেকেই ঝড় তুলেছিল এই ছবি। ভোরের শো হোক বা মাঝরাতের সব শো হাউজফুল গিয়েছে। কিন্তু তাও আপনি এখনও এই ছবি দেখে উঠতে পারেননি? তাহলে আপনার জন্য সুখবর! OTT প্ল্যাটফর্মে শীঘ্রই মুক্তি পেতে চলেছে এটি।
গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত জওয়ান। অ্যাটলি পরিচালিত এই ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে। মুক্তির দুই মাস পর ২ নভেম্বর এই OTT প্ল্যাটফর্মে আসবে ছবিটি।
শাহরুখের জন্মদিনে OTT প্ল্যাটফর্মে জওয়ান
পিঙ্কভিলার রিপোর্ট অনুযায়ী শাহরুখের জন্মদিনের দিনই নেটফ্লিক্সে মুক্তি পাবে জওয়ান। এই বছর ৫৮ বছরে পা দেবেন কিং খান। আর সেদিনই ভক্তদের রিটার্ন গিফট হিসেবে এই উপহার দেবেন তিনি।
জওয়ানের বক্স অফিস কালেকশন
বিশ্বজুড়ে জওয়ান ১১০০ কোটির বেশি টাকা আয় করে ফেলেছে। রেড চিলিজ প্রোডাকশন হাউজের তথ্য অনুযায়ী ১১০৩.২৭ কোটি টাকা এক মাস আয় করেছে জওয়ান। জওয়ান হিন্দি, তামিল, তেলুগু, মানে তিনটি ভাষায় মুক্তি পেয়েছে। ছবির নির্মাতাদের তরফে জানানো হয়েছে জওয়ান প্রথম হিন্দি ছবি যা ভারতীয় ছবির ইতিহাসে প্রথমবার গ্লোবাল বক্স অফিসে ১১০০ কোটির গণ্ডি টপকাল। একই সঙ্গে তাঁরা জানিয়েছেন ভারতে ছবিটি মোট ৭৩৩.৩৭ কোটি এবং দেশের বাইরে ৩৬৯.৯০ কোটি টাকা আয় করেছে।
আরও পড়ুন: দাদাগিরি ১০-এর প্রথম দিনেই ‘নাটু নাটু’ গানে নাচ সৌরভের, দিলেন প্রতিযোগীর গুগলির উত্তর
আরও পড়ুন: বক্স অফিসের কিং ‘জওয়ান’! রেকর্ড গড়ে বিশ্বজুড়ে ১১০০ কোটির বেশি আয় শাহরুখের ছবির
হিন্দি ভাষায় এই ছবি ৫৭০.০৩ কোটি টাকা রোজগার করেছে বলেই জানানো হয়েছে প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের তরফে। তবে ভারতীয় বক্স অফিসে এখন ধীরে ধীরে আয় কমছে এই ছবির।
জওয়ান প্রসঙ্গে
জওয়ান ছবিতে শাহরুখ খানকে বিক্রম এবং আজাদ রাঠোরের চরিত্রে দেখা যাচ্ছে। তাঁর বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন এবং নয়নতারা। বিজয় সেতুপতি আছেন খলনায়কের ভূমিকায়। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, রিদ্ধি ডোগরা প্রমুখ আছেন।