রিয়ালিটি শো-এর দুনিয়ায় ভারতীয় দর্শকদের একদম অন্যরকম স্বাদ দিয়েছে ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’। কয়েক শো উদ্যোক্তাকে নতুন দিশা দিয়েছে এই শো, আবার কেউ কেউ ফিরেছেন খালি হাতে। আবার কোনও কোনও উদ্যোক্তাকে ‘শার্ক’-দের কাছে কড়া কথাও সহ্য করতে হয়েছে। বিশেষত তত্কালীন ভারত পে-র ম্যানেজিং ডিরেক্টর অশনীর গ্রোভারের কাছ থেকে। কোনও বিজনেস আইডিয়া পছন্দ না হলে বেশ চাঁচাছোলা ভাষায় সমালোচনা করতেন আশনীর, এর জেরে মনও ভেঙেছে অনেকের। রোহিত ওয়ারিয়ার এবং নীতি সিংহাল'কে ব্যাপক আক্রমণ শানিয়েছিলেন অশনীর। বলাই যায়, জাতীয় টেলিভিশনে রীতিমতো অপমান করেছিলেন দুজনকে। সম্প্রতি রোহিত এবং নীতি একসঙ্গে লেন্সবন্দি হয়েছেন। যা রীতিমতো চর্চায় বিষয় হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’তে রোহিত নিজস্ব প্রোডাক্ট 'সিপলাইন' নিয়ে হাজির হয়েছিলেন রোহিত। সেই প্রোডাক্টটি ‘জঘন্য’ বলে উল্লেখ করেন আশনীর। আরও বলেন, 'এটা আসলে গ্লাস কা মাস্ক'। তাঁর জীবনে দেখা সবচেয়ে খারাপ প্রোডাক্ট ‘সিপলাইন’ এমনটাও বলতে শোনা গিয়েছিল। অন্যদিকে আশনীরের কথা শুনে নীতি তো প্রায় কেঁদেই ফেলেছিলেন। ক্লোথিং লাইন ‘টুই ইন ওয়ান’ (Twee In One)-এর প্রতিষ্ঠাতা নীতি। নীতির তৈরি একটা পোশাক দু'ভাবে পরা যায়, দু'দিকে সেটি দেখতে দু'রকমের। তবে অশনীর বলেন, ‘এটা জঘন্য ভাবনা… কেউ এমন জামাকাপড় পরবে না’।
কফি টেবিলে বসে রোহিতের সঙ্গে গল্প-গুজব বা কোনও বিজনেস আইডিয়া নিয়ে আলোচনার ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেন নীতি। যদিও সেই ভিডিয়োর সাউন্ড বন্ধ ছিল, বদলে জুড়ে দেওয়া হয়েছে মিউজিক। আর ক্যাপশনে নীতি লেখেন, ‘অদ্ভূত পিচেস? এখন আর ওতোটা অদ্ভূত নয়!’
সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল এই ভিডিয়ো। একজন তো লিখেছেন, ‘নিশ্চয় অশনীরের সমালোচনা করছে দুজনে’। একজন মজা করে লেখেন, ‘যখন দু’জনের শক্রু এক হয়, তখন পরস্পরের দিকে বন্ধুত্বের হাত তো বাড়াতেই হয়'। এক নেটিজেন লেখেন, ‘এরা নিশ্চয়ই শার্ক ট্যাঙ্কের বিরুদ্ধে কোনও মোর্চা খুলবে ভাবছে’।
ফেব্রুয়ারি মাসে হিন্দুস্তান টাইমসকে নীতি জানিয়েছিলেন জাতীয় টেলিভিশনে অশনীর তাঁকে জানিয়েছিলেন কেউ তাঁর পোশক পরবে না। কিন্তু আশ্চর্যের বিষয় হল ‘দ্য কপিল শর্মা শো’তে অশনীরের স্ত্রী যে পোশাক পরে গিয়েছিল সেটি নীতির উপহার দেওয়া। সব মিলিয়ে ঘুরিয়ে আশনীরকে ঝামা ঘষতে ছাড়েননি এই উদ্যোক্তা।