পরিবারের কথা উঠলে আলোচনা নয় বরং অ্যাকশনে বিশ্বাসী অভিনেতা কার্তিক আরিয়ান। প্রকাশ্যে এল ‘শেহজাদা’র ট্রেলার। একের পর এক অ্য়াকশন দৃশ্য উঠে এসেছে ট্রেলারের শুরুতে। এরপরই ট্রেলারে এন্ট্রি হয় কার্তিকের।
ছবিটি আদতে তেলেগু ছবি ‘আলা বৈকুণ্ঠপুররামুলু’ ছবির হিন্দি রিমেক। তেলুগু ছবিটতে মুখ্য ভূমিকায় আল্লু অর্জুনকে দেখা গিয়েছিল। ছিলেন পূজা হেগড়েও। হিন্দি রিমেকে রয়েছেন কার্তিক ও কৃতি শ্যানন। আরও পড়ুন: ‘দেশি ক্লিওপেট্রা’, সোনালি ঝলমল গাউনে প্রিয়াঙ্কাকে দেখে ঘুম উড়ল নেটিজেনের
ট্রেলারটি কার্তিক আরিয়ানের ভয়েস-ওভার দিয়ে শুরু। শুরুতে তাঁকে গুন্ডাদের সঙ্গে অ্যাকশন করতে দেখা গিয়েছে। অ্য়াকশনের পাশাপাশি পর্দায় কৃতির সঙ্গে ফ্লার্টও করেছেন অভিনেতা। অ্যাকশন, রোম্যান্সের পাশাপাশি রাজপাল যাদব এবং কার্তিক আরিয়ানের কমেডিও হাসাতে বাধ্য করবে। পরেশ রাওয়ালের ছেলে নন কার্তিক আরিয়ান। মিথ্যা বলেছেন পরেশ। একথা জানতে পেরেই পরেশকে কষিয়ে চড় মারেন অভিনেতা।
দেখুন ছবির ট্রেলার-
একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘শেহজাদা’ থেকে পারিশ্রমিক না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কার্তিক। তখনই বাকি প্রযোজকেরা তাঁকে প্রযোজকের আসনে বসানোর প্রস্তাব দেন। এবং সেই প্রস্তাবে রাজিও হয়েছেন অভিনেতা। এই ছবির হাত ধরেই এ বারে কেরিয়ারের নতুন দিশা পাচ্ছেন কার্তিক।
এই নিয়ে দ্বিতীয়বার জুটি বাঁধলেন কৃতি এবং কার্তিক। এর আগে তাঁদের ‘লুকাছুপি’ ছবিতে একত্রে দেখা গিয়েছিল। ডেবিড ধাওয়ানের বড় ছেলে রোহিত ধাওয়ান পরিচালিত, এটি টি-সিরিজ ফিল্মস, আল্লু এন্টারটেইনমেন্ট, হারিকা এবং হাসিন ক্রিয়েশনস এবং ব্র্যাট ফিল্মসের ব্যানারে মুক্তি পাবে। ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি সিনেমাহলে মুক্তি পাবে ‘শেহজাদা’।
প্রসঙ্গত, ২০২৩-এর শুরুটা মোটেই ভালো নয় কার্তিকের কাছে। ‘শেহজাদা’ ছবির শ্যুটিংয়ে গিয়ে ঘটে বিপত্তি। গানের শ্যুটিংয় করতে গিয়ে হাঁটুর বেহাল দশা কার্তিকের। ইনস্টাগ্রামের পাতায় ছবি শেয়ার করে অভিনেতা জানিয়েছেন, 'হাঁটু ভেঙে গেল আমার।’ ছবিতে দেখা গিয়েছে গামলার মধ্যে ঠান্ডা বরফগলা জলে পা ডুবিয়ে বসে রয়েছেন অভিনেতা। চোখে-মুখে অস্বস্তির ছাপ। হাতে বরফের চাই।
অভিনেতাকে শেষবার ওটিটি ফিল্ম ‘ফ্রেডি’-তে দেখা গিয়েছে। আগামী দিনে তাঁকে ‘সত্যপ্রেম কী কথা’, ‘আশিকি ৩’ ছবিতে দেখা যাবে। ‘সত্যপ্রেম কী কথা ছবিতে’ কিয়ারা আডবানির সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup