হেমন্তের এই ঠান্ডা ঠান্ডা আমেজে আচমকাই সোশ্যাল মিডিয়ার উষ্ণতা বাড়িয়ে দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। জামাই রাজা থেকে শুরু করে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। বর্তমানে তাঁকে গাঁটছড়া ধারাবাহিকে দেখা যাচ্ছে। এখানে তাঁর চরিত্রের নাম দ্যুতি। তাঁর চরিত্রটি কখনও ভালোর আলোয় দেখানো হয়, কখনও আবার নেতিবাচক। অনস্ক্রিন যাই হোক না কেন, বাস্তবে মাঝে মধ্যেই শ্রীমা বোল্ড লুকে ধরা দেন যা ঘুম কেড়ে নেয় অনেকেরই। আবার নতুন করে তিনি কী করলেন?
শ্রীমার নতুন পোস্ট
সম্প্রতি গাঁটছড়ার দ্যুতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি পোস্ট করেছেন যেখানে তাঁকে ব্যাকলেস পোশাকে রোদ পোহাতে দেখা যাচ্ছে। আর তাঁর এক পোস্ট ঘিরেই চড়ছে উষ্ণতার পারদ।
আরও পড়ুন: মেয়ে শ্বেতাকে 'প্রতীক্ষা' উপহার অমিতাভের, এই বাড়ির সঙ্গে জড়িত অজানা কথাগুলি জানেন?
আরও পড়ুন: ফাইনালে 'ঝুকে গা নেহি'র হুমকি কাবোর! বাংলার ছেলের গানে মুগ্ধ গোবিন্দা বললেন, 'অবিস্মরণীয়'
এই পোস্টেই অভিনেত্রী জানিয়েছেন কেউ তাঁর পিঠে চুমু খেয়েছেন। কিন্তু কে? ইন্দ্রনীল? আসলে ইন্দ্রনীলের সঙ্গে তাঁর প্রেম নিয়ে চর্চার শেষ নেই। অনেকেই ভেবেছেন এই ছবিতেও নিশ্চয় অভিনেত্রীর পিঠে তিনিই চুমু খেয়েছেন। কিন্তু না। চুমু খেয়েছে অন্য কেউ। স্বয়ং সূয্যিমামা অর্থাৎ সানকিসড ফটো সেটা। এটা অভিনেত্রীর আন্দামান সফরের ছবি। ছবিতে তাঁকে কালো বিকিনি এবং খুলে পড়া শার্ট পরে থাকতে দেখা যাচ্ছে। গাছের নিচে দাঁড়িয়ে পোজ দিয়েছেন গাঁটছড়ার দ্যুতি। তাঁর এই বোল্ড এবং সুন্দর রূপে মুগ্ধ হয়েছেন অনেকেই। ঝরে পড়েছে প্রশংসাও।
তবে এটাই প্রথম নয় যখন শ্রীমা কোনও বোল্ড লুকের ছবি শেয়ার করেছেন। তাঁকে আগেও নানা সময় বিকিনি বা অন্য খোলামেলা পোশাকে দেখা গিয়েছে।
কে কী বলছেন?
গাঁটছড়ার খড়ি অর্থাৎ শোলাঙ্কি রায় তাঁর এই পোস্টে মতামত জানিয়েছেন। লিখেছেন, 'হটি।' সঙ্গে আগুনের ইমোজি দিয়েছেন। এক ব্যক্তি গানের লাইন ধার নিয়ে লেখেন, 'অমন তাকিও না, আমি ক্যাবলা হয়ে যাই।' কেউ আবার জিজ্ঞেস করেছেন তাঁর ঠান্ডা লাগছে কিনা।
গাঁটছড়া ধারাবাহিকে শ্রীমা
গাঁটছড়া ধারাবাহিকে এখন দেখা যাচ্ছে দ্যুতি আর রাহুল ঋদ্ধিমান এবং বাড়ির সবার বিরুদ্ধে গিয়েছে। তারা তাদের আখের গুছিয়ে নিতে চাইছে। এমনকি নিজেদের স্বার্থে মেয়ের বিয়ে এক ব্যবসায়ীর সঙ্গেও দিতে দেবে বলে ঠিক করেছে তারা।