দিনকয়েক আগেই বলিউডের দুই তারকা রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন তাঁদের বিয়ের ভিডিয়ো সামনে আনেন। যা দেখে মুখ হাঁ হয়ে গিয়েছিল আমজনতার। রাজকীয় সেই বিয়ের ঝলক ছিল স্বপ্নের মতো সুন্দর। আর টলিউডের দুই তারকা শ্রুতি আর স্বর্ণেন্দুও হাঁটলেন একই পথে। যদিও দীপিকা-রণবীরের মতো বিয়ের ভিডিয়ো পোস্ট করতে পাঁচ বছর নিলেন না, বরং পাঁচ মাসের মধ্যেই উপহার হিসেবে তা তুলে ধরলেন নিজের অনুরাগীদের কাছে।
সবাইকে চমকে দিয়েই জুলাই মাসে বিয়ের ছবি পোস্ট করেছিলেন শ্রুতি। রাঙা বউ-এর সেটেও কেউ ঘুণাক্ষরে টের পায়নি কী চলছে ভিতরে ভিতরে। এক ছুটির দিন রবিবারে শুধুমাত্র দুই পরিবারের উপস্থিতিতেই চার হাত এক হয়েছিল। শ্রুতি জানিয়েছিলেন, প্রথমে শুধু রেজিস্ট্রি করারই পরিকল্পনা ছিল। পরে স্বর্ণেন্দুই প্রস্তাব রাখেন সিঁদুর পরানোর।
আরও পড়ুন: ‘ওর চোখ দুটো যেন…’, রাহুলের মোহে দেবাদৃতা! কী দেখে গৌরবের প্রেমে পড়ল আলো?
ভিডিয়োতে ব্যবহার করা হয়েছে ‘লাগে না জিয়া তুই ছাড়া’ গানটি। স্বর্ণেন্দুর বুকে মাথা রাখতে দেখা যায় শ্রুতিকে। আলোর মালায় সেজে উঠেছিল ভেন্যু। একেএকে হাতে শাঁখা আর পলা পরছেন অভিনেত্রী, নেওয়া হয়েছে এমন একটা শটও। প্রেমমাখা চোখে তাঁদের একে-অন্যের দিকে অপলকে তাকিয়ে থাকাও মন কাড়বেই। রেজিস্ট্রির পর হয় আশীর্বাদ। এরপর হাঁটু মুড়ে বসে একে-অপরকে পরিয়ে দেন আংটি।
স্বর্ণেন্দুর পায়ে হাত দিয়ে প্রণামও করতে দেখা যায় শ্রুতিকে। অভিনেত্রীর কপালে চুমু খান তাঁর পরিচালক বর। মালা বদলের পর জড়িয়ে ধরে কেঁদে ফেলেন শ্রুতি। হয় সিঁদুর দান, মাথায় তখন লজ্জাবস্ত্র। কিছুটা সিঁদুর বরের ভালোবাসার প্রমাণ হিসেবে এসে পড়ে নাকেও। তারপর আবার ঘোমতা তুলে নতুন বউকে একটু দেখে নেন স্বর্ণেন্দু। আর সব শেষে গলায় পরিয়ে দেন মঙ্গলসূত্র।
আরও পড়ুন: ‘জড়িয়ে ধরে চেটে দেয় কান!’ যৌন হেনস্থার শিকার হার্ডি সান্ধু, শুনলে চমকে যাবেন
ভিডিয়োর ক্যাপশনে শ্রুতি লিখলেন, ‘দুর্গাপূজো শেষ !! মনখারাপ? শুধুমাত্র আমাদের ভালোবাসার মানুষদের মন ভালো করার জন্য রইল আমাদের রেজিষ্ট্রি ম্যারেজ এর প্রথম ভিডিও।’
২০১৯ সালে ত্রিনয়নী দিয়ে অভিনয় জগতে পা রাখেন শ্রুতি। সেই ধারাবাহিকের পরিচালক ছিলেন স্বর্ণেন্দু। সেখানে থেকেই প্রেম হয়। এরপর দেশের মাটি ধারাবাহিকে কাজ করেন শ্রুতি। সেখান থেকে ব্যাক টু স্বর্ণেন্দু। শুধু তাই নয়, রাঙা বউ-তে নিজের ত্রিনয়নীর পুরনো সহ-অভিনেতা গৌরবকেও পেয়ে গিয়েছেন। আর টিআরপিতেও বেশ ভালো ফল করছে এই মেগা।