বাংলা নিউজ > বায়োস্কোপ > Aditi Rao Hydari-Siddharth: সিদ্ধার্থের সঙ্গে টাম টাম গানে জমিয়ে নাচ অদিতির, তবে কি তাঁরা সত্যিই প্রেম করছেন?

Aditi Rao Hydari-Siddharth: সিদ্ধার্থের সঙ্গে টাম টাম গানে জমিয়ে নাচ অদিতির, তবে কি তাঁরা সত্যিই প্রেম করছেন?

সিদ্ধার্থের সঙ্গে জমিয়ে নাচ অদিতির

Aditi Rao Hydari with Rumoured Boyfriend Siddharth: বলি পাড়ার অন্দরের খবর অদিতি রাও হায়দারি নাকি রং দে বসন্তী খ্যাত অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে প্রেম করছেন। এবার তাঁর সঙ্গেই অভিনেত্রীকে নাচ করতে দেখা গেল ভাইরাল গানে।

বলি পাড়ার অন্দরের খবর অনুযায়ী অদিতি রাও হায়দারি এবং রং দে বসন্তী খ্যাত অভিনেতা, সিদ্ধার্থ নাকি চুপিচুপি প্রেম করছেন। তাঁদের একসঙ্গে অজয় ভূপতি পরিচালিত ছবি, মহা সমুদ্রমে দেখা গিয়েছিল। তাঁরা নাকি বিগত বেশ কিছু বছর ধরেই একটি প্রেমের সম্পর্কে রয়েছেন। যদিও পাবলিকলি তাঁরা এই বিষয়ে এখনও কিছুই বলেননি। কিন্তু নানা অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। এখন তাঁদের একটি ভাইরাল গান, টাম টামে নাচ করতে দেখা গেল, তাও একসঙ্গে! তাতেই যেন গুজবের আগুনে হাওয়া লাগল!

এই মিষ্টি নাচের ভিডিয়ো শেয়ার করে সিদ্ধার্থ এবং অদিতি লেখেন 'নৃত্যরত বাঁদর, দ্য রিয়েল ডিল।' এই ভিডিয়োতে অভিনেত্রীকে একটি সবুজ রঙের ফ্লোরাল প্রিন্টেড গাউন পরে থাকতে দেখা যায়। অন্যদিকে অভিনেতার পরনে ছিল নীল শর্ট কুর্তা এবং জিন্স। তাঁরা একটি ঘরে মধ্যে এই গানের হুকাপ স্টেপ করেন।

তাঁদের এই পোস্টে এক ব্যক্তি লেখেন, 'বাঁদর গুলো খুব মিষ্টি তো।' ফারাহ খানও এই পোস্টে কমেন্ট করেন। তিনি লেখেন, 'তোমরা একসঙ্গে মাঝে মধ্যেই নাচ করতে পারো তো।' পত্রলেখা লেখেন, 'ওহ মাই গড! আমার দুই পছন্দের মানুষ!'

তাঁদের গত সপ্তাহে একসঙ্গে লাঞ্চ ডেটে যেতে দেখা গিয়েছে। সিদ্ধার্থের একটি জন্মদিনে বিশেষ একটা লেখা লিখেছিলেন অদিতি। সেটা থেকে অনুমান করা শুরু হয় যে তাঁরা একটি বিশেষ সম্পর্কে আছেন। যদিও সোজাসুজি ভাবে এখনও এই বিষয়ে কিছুই জানাননি তাঁরা। তবে এখন হামেশাই তাঁদের একসঙ্গে দেখা যায়।

আগামীতে সিদ্ধার্থকে কমল হাসানের সঙ্গে ইন্ডিয়ান ২ ছবিতে দেখা যেতে চলেছে। এটির পরিচালনা করবেন শঙ্কর। অন্যদিকে অদিতি রাও হায়দারিকে বিজয় সেতুপতির সঙ্গে গান্ধী টকসে দেখা যাবে। তাঁকে তাজ সিরিজেও দেখা যেতে চলেছে।

বন্ধ করুন