অপ্রকাশিত প্রোজেক্টে কাজ করছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানি। বিয়ের পর থেকে লাইমলাইটে রয়েছেন এই স্টার কাপল। কখনও রেড কার্পেটে একসঙ্গে হাত ধরে প্রবেশ করে লাইমলাইট কেড়েছেন। আবার কখনও পার্টিতে কিংবা ডিনার ডেটে তাঁদের লেন্সবন্দি করেছেন পাপারাৎজ্জি।
সম্প্রতি এক প্রোজেক্টের শ্যুটিং করেছেন কিয়ারা এবং সিদ্ধার্থ। মুম্বইয়ের মধ্যেই শ্যুটিং সেরেছেন তাঁরা। দুই তারকা ভ্য়ানিটি ভ্যান থেকে বেরেতেই ছেঁকে ধরেন পাপারাৎজ্জি। দুজনের দেখে মিলল খুব ক্যাজুয়াল লুকে। কিয়ারার পরনে সাদা ট্যাঙ্ক টপ এবং ডেনিম ঢিলেঢালা জিনস। সিদ্ধার্থ পরেছেন সাদা টি-শার্ট এবং নীল রঙের ট্র্যাক প্যান্ট। দুজনের পায়ে স্নিকার্স। দেখুন ভিডিয়ো-
আরও পড়ুন: অনুরাগ কাশ্য়পের জন্মদিনে ওটিটিতে দেখুন তাঁর সেরা সাত সৃষ্টি
গত ফেব্রুয়ারি মাসেই বিয়ের পর্ব সেরেছেন সিদ্ধার্থ-কিয়ারা। তবে বিয়ের পর একবিন্দু ফুরসৎ নেই দুজনেরই। কাজে মন দিয়েছেন। উল্লেখ্য, ২০১৮ সালে ‘লাস্ট স্টোরিজ’-এর পার্টিতে ঘনিষ্ঠতা বাড়ে সিদ্ধার্থ-কিয়ারা। সেই শুরু প্রেমের। এরপর সম্পর্কের চড়াই-উতরাই পেরিয়ে গত ৭ই ফেব্রুয়ারি ‘পার্মানেন্ট বুকিং’ সেরে ফেলেছেন দুজনেই। রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্যালেসে সাত পাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ-কিয়ারা।
বিয়ের পর্ব মেটবার পর ১২ই ফেব্রুয়ারি মুম্বইয়ের সাত তারা হোটেল সেন্ট রেজিস হোটেলে বসেছিল জুটির বিয়ের গ্র্যান্ড সেলিব্রেশন। বিয়ের পরের জীবন নিয়ে কথা বলতে গিয়ে দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে কিয়ারা বলেছেন, এখন মায়ের প্রতি আরও শ্রদ্ধাশীল হয়ে গিয়েছেন তিনি।
কিয়ারার কথায়, ‘প্রথমবার আমি সংসার চালাচ্ছি। আমি আমার মা-বাবার বাড়িতে থাকতাম। আমার মা এই সব দায়িত্ব পালন করে চলেছেন। এখন যেন ওঁর উপর সম্মান আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। জীবনের সুন্দর একটি পর্যায়। আমি খুব খুব খুশি।’
শেষবার কিয়ারাকে পর্দায় দেখা গিয়েছে ‘সত্যপ্রেম কি কথা’-এ। অন্যদিকে সিদ্ধার্থের হাতেও রয়েছে একগুচ্ছ কাজ। রোহিত শেট্টির কপ ইউনিভার্সের প্রথম ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ লিড চরিত্রে রয়েছেন অভিনেতা, এছাড়াও রয়েছে ‘যোদ্ধা’র মতো বহুচর্চিত প্রোজেক্ট।