সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত যোদ্ধা মুক্তি পেয়েছে সদ্যই। শেরশাহর পর আবারও এই ছবিতে ভারতীয় সেনার চরিত্রে ধরা দিয়েছেন তিনি। সম্প্রতি সেই ছবির প্রচারে গিয়ে অভিনেতা ফিরে দেখলেন তাঁর কেরিয়ারের ফেলে আসা দিনগুলোকে। মনে করলেন তিনি যখন বলিউডে পা রাখেননি, কিন্তু চেষ্টা করছেন সেই সময়টার কথা।
অতীত জীবন নিয়ে কী বললেন যোদ্ধা সিদ্ধার্থ?
সম্প্রতি সিএনএন নিউজ ১৮ এর রাইসিং ভারত সামিটে এসেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। সেখানেই তিনি বলিউডে পা রাখার আগের সময়টার কথা মনে করলেন। বর্তমানে তিনি যতই বলিউডের অন্যতম খ্যাতনামা এবং ব্যস্ত তারকা হন না কেন, কেরিয়ারের শুরুর দিনগুলো কিন্তু মোটেই সুখকর ছিল না তাঁর।
আরও পড়ুন: বিরাটের নতুন হেয়ারস্টাইলে মুগ্ধ নেটপাড়া, এরম হেয়ারস্টাইলে করার আগে জানুন আসল গল্প
সিদ্ধার্থ এদিন জানান তিনি তাঁর দুই রুমমেটের সঙ্গে জুহুতে থাকতেন। সেখানে তাঁদের তিনজনের মোট মাসিক ইনকাম হতো ৩৫ থেকে ৪০ হাজার টাকা মতো। সেটা থেকে প্রায় ১১ হাজার টাকা তাঁরা ঘর ভাড়া দিতেন। প্রসঙ্গত তাঁরা যেখানে ভাড়া থাকতেন সেই ফ্ল্যাটে দেড় খানা ঘর ছিল। ছোট একটা জানলা ছিল। কিন্তু সেই দিনগুলো ভীষণ সুন্দর আর সহজ ছিল বলেই তিনি জানা। তবে যে দুই বছর তিনি সেখানে কাটিয়েছেন তখন তাঁরা স্রেফ টাকা বাঁচানোর জন্য কোনও পর্দা লাগাতেন না ঘরে, বা কোনও আয়েশ করার মতো কিছু ছিল না।
এরপর সিদ্ধার্থ জানান তিনি মাই নেম ইজ খান ছবিতে অ্যাসিস্টেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করার আগে বা স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবির মাধ্যমে ডেবিউ করার আগে তিনি মূলত মডেলিং করতেন। সেই সময় তিনি এক একটি শ্যুটের জন্য ৩৫ থেকে ৪০ হাজার টাকা করে পেতেন।
আরও পড়ুন: ফিরছে ‘অনিন্দ্য দা - জুন আন্টি’র জুটি! কোন প্রজেক্টে ফের দেখা যাবে তাঁদের?
যোদ্ধা প্রসঙ্গে
যোদ্ধা ছবিটি ১৫ মার্চ মুক্তি পেয়েছে। সেখানে তাঁর সঙ্গে আছেন রাশি খান্না এবং দিশা পাটানি। এখানে আবারও তিনি একজন সেনা অফিসার হিসেবে ধরা দিয়েছেন।