বাংলার মেয়ে অন্তরা নন্দীর গানে মুগ্ধ গোটা দেশ। আর রহমানের সুরে গান গাওয়ার সৌভাগ্য় রয়েছে অন্তরার। তাঁর ফলোয়ার সংখ্যাও অগুণতি। সদ্যই অন্তরার পরিবারের উপর দিয়ে বয়ে গেল ঝড়। বারাণসী যাওয়ার পরে আচমকাই অসুস্থ হয়ে পড়েন অন্তরার মা, জুঁই নন্দী। পরিস্থিতি এমনই বেগতিক হয়ে ওঠে, যে রায়পুরে এমার্জেন্সি ল্য়ান্ডিং করতে হয় বিমানকে। ঘটনাটি গত ১৯শে এপ্রিলের। ফেসবুকে গোটা ঘটনার কথা জানান অন্তরা।
যদিও মায়ের অসুস্থতার খবর নেটিজেনদের সঙ্গে শেয়ার করে নেওয়ার পাশাপাশি রায়পুরের ইন্ডিগো এয়ারলাইন্সের অ্যাসিসটেন্ট সিকিউরিটি ম্যানেজার দীপিকাকেও ধন্যবাদ জানান অন্তরা। গায়িকার কথায়, একাই ট্রাভেল করেছিলেন তাঁর মা। পরিবারের কেউ তাঁর সঙ্গে ছিল না। হঠাৎ করেই অসুস্থবোধ করেন জুঁই দেবী। রায়পুরে বিমানের জরুরি অবতরণের পর বিমান সংস্থার কর্মী দীপিকা তাঁকে হাসপাতালে নিয়ে যায়। দীপিকার কাছ থেকেই মায়ের অসুস্থতার খবর জানতে পারেন অন্তরা। তবে বাবা বা বোন অঙ্কিতা (টুকটুক) কারুর সঙ্গে যোগাযোগ করে উঠতে পারছিলেন অন্তরা। অথচ মা হাসপাতালে ভর্তি শুনে পুণে বসেই চিন্তায় ঘুম উড়ে যায় অন্তরার।
অন্তরা লেখেন, ‘দীপিকাজি সারাক্ষণ আমার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন… বাবা ওইদিন বিমান ধরে সন্ধ্য়ায় রায়পুর পৌঁছান। নিজের ডিউটি শেষ হওয়ার পরেও দীপিকাজি মায়ের খেয়াল রেখেছেন হাসপাতালে, ওঁনার সিনিয়ররা তাঁকে বাড়ি যাওয়ার অনুরোধ করলেও উনি যাননি। এমনকি পরদিনও হাসপাতালে পৌঁছে মায়ের খোঁজখবর নিয়েছেন। আজকের দিন যখন কেউ কারুর পরোয়া করে না, সেখানে পরিবারের মতো আমার মাকে আগলে রেখেছিলেন দীপিকাজি, এর জন্য অসংখ্য ধন্য়বাদ। আজীবন আমরা ঋণী থাকব’।
অন্তরার এই পোস্টে ইন্ডিগো-র অ্যাসিসটেন্ট সিকিউরিটি ম্যানেজার দীপিকার জন্য উপচে পড়ছে প্রশংসার বন্যা। একজন লেখেন, ‘ভাগ্যিস আজকের দিনেও দীপিকার মতো মানুষেরা আমাদের সমাজে আছে’। অপর একজন লেখেন, ‘সত্যি প্রশংসনীয় কাজ করেছেন দীপিকাজি, ওঁনাকে স্যালুট’। দীপিকা যে মানবিকতার নজির গড়েছেন, তা নিয়ে ধন্য ধন্য করছেন সকলেই।
জানা গিয়েছে, হিটস্ট্রোকের শিকার হয়েছিলেন অন্তরার মা। আগে থেকে বমি হচ্ছিল, এরপর শরীর মারাত্মক দুর্বল হয়ে পড়ে। আপতত বিশ্রামে রয়েছেন তিনি।