'বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কি/ আজকে তোকে দেখে বুকে জ্বলছে জোনাকি/ প্রেমের পাখি দিচ্ছে উকি আয়রে ছুটে আয়/ তোর চোখের ওই দাবানলে পুড়তে এ মন চায়।….বন্ধু আমার রসিয়া, খাটের উপর বসিয়া, কী একখান গান বানাইসে'। এই গানটা এতদিনে কমবেশি অনেকেই শুনে ফেলেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। যশ-নুসরত-এর প্রযোজনা সংস্থার ছবি 'মেন্টাল'-এর ছবির গান এটি। গানটির সুর দিয়েছিলেন কেশব দে। যদিও গানটি আগেই নিজের মিউজিক অ্যালবামের জন্য সনজিৎ মণ্ডলের সঙ্গে মিলে গেয়েছিলেন সঙ্গীতশিল্পী কেশব।
আর এবার আরও একবার দাদাগিরির মঞ্চে এই গানে জমিয়ে দিলেন কেশব দে। মাইক হাতে কেশব সেই 'বন্ধু আমার রসিয়া' গানটি ধরতেই জমে উঠেছিল দাদাগিরি-র মঞ্চ। পরনে কালো জিন্স ও কালো সোয়েট শার্ট। তার উপর চাপিয়ে নিয়েছিলেন ব্লেজার। চোখে কালে ফ্রেমের চশমা। এভাবেই দাদাগিরি-র মঞ্চে হাজির হয়েছিলেন কেশব দে। দাদা-র পাশে দাঁড়িয়ে দাদাগিরির মঞ্চ থেকে ইনস্টাগ্রামে একাধিক ছবিও পোস্ট করেছেন তিনি। ছবিতেই স্পষ্ট কেশবের দিকে আঙুল দেখিয়ে কিছু একটা বলছিলেন 'দাদা' সৌরভ…। তবে সেটা কী? তা এপিসোডটি সম্প্রচার হওয়ার পরই বোঝা যাবে।
এদিন দাদাগিরির মঞ্চে কেশব ‘বন্ধু আমার রসিয়া’ গান ধরতেই সমস্ত প্রতিযোগীরা নেমে এসে সেই গানের সঙ্গে নাচতে শুরু করেন। দাদার মুখেও তখন লাজুক হাসি।
যদিও জি বাংলার পোস্ট করা এই ভিডিয়ো ক্লিপ দেখে কেউ অভিযোগ করেছেন, ‘মিকার গাওয়া গানটি ব্যাকগ্রাউন্ডে চালিয়ে দিয়ে ভালোই বোকা বানানো হচ্ছে..। জি বাংলার দর্শকরারাও বোকা হয়ে যায়’। তবে সঙ্গে সঙ্গেই আরও একজন কেশব অনুরাগী এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘না, না এটা কেশব গেয়েছে, আর সেকারণেই একটু অন্যরকম শুনতে লাগছে…’। তবে অনেকেই কেশবের গাওয়া গানের প্রশংসা করেছেন।
প্রসঙ্গত, যশ-নুসরতের 'মেন্টাল' ছবির আগে ২০২২ সালে নিজের মিউজিক অ্যালবামের জন্য 'বন্ধু আমার রসিয়া' গানটি গেয়েছিলেন এবং সুর করেছিলেন কেশব দে। তবে সেখানে গানের কথার বেশকিছু লাইন ছিল আলাদা। পরে ছবির জন্য গানটি নতুন করে তৈরি করা হয়। ছবিতে অবশ্য কেশব গাননি, গেয়েছেন মিকা সিং, সনজিৎ মণ্ডল ও ইমন চক্রবর্তী। তবে গানের সঙ্গীত পরিচালক কিন্তু ছিলেন সেই কেশব।