বাংলা নিউজ > বায়োস্কোপ > Keshab at Dadagiri: ‘মিকার গান চালিয়ে বোকা বানানো হচ্ছে!’ দাদাগিরিতে কেশবের গান শুনে কটাক্ষ, সত্য়িই কি তাই?

Keshab at Dadagiri: ‘মিকার গান চালিয়ে বোকা বানানো হচ্ছে!’ দাদাগিরিতে কেশবের গান শুনে কটাক্ষ, সত্য়িই কি তাই?

দাদাগিরি-তে সৌরভের সামনে কেশব দে

এই ভিডিয়ো ক্লিপ দেখে কেউ অভিযোগ করেছেন, ‘মিকার গাওয়া গানটি ব্যাকগ্রাউন্ডে চালিয়ে দিয়ে ভালোই বোকা বানানো হচ্ছে..। জি বাংলার দর্শকরারাও বোকা হয়ে যায়’। তবে সঙ্গে সঙ্গেই আরও একজন কেশব অনুরাগী এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘না, না এটা কেশব গেয়েছে, আর সেকারণেই একটু অন্যরকম শুনতে লাগছে…’।

'বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কি/ আজকে তোকে দেখে বুকে জ্বলছে জোনাকি/ প্রেমের পাখি দিচ্ছে উকি আয়রে ছুটে আয়/ তোর চোখের ওই দাবানলে পুড়তে এ মন চায়।….বন্ধু আমার রসিয়া, খাটের উপর বসিয়া, কী একখান গান বানাইসে'। এই গানটা এতদিনে কমবেশি অনেকেই শুনে ফেলেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। যশ-নুসরত-এর প্রযোজনা সংস্থার ছবি 'মেন্টাল'-এর ছবির গান এটি। গানটির সুর দিয়েছিলেন কেশব দে। যদিও গানটি আগেই নিজের মিউজিক অ্যালবামের জন্য সনজিৎ মণ্ডলের সঙ্গে মিলে গেয়েছিলেন সঙ্গীতশিল্পী কেশব।

আর এবার আরও একবার দাদাগিরির মঞ্চে এই গানে জমিয়ে দিলেন কেশব দে। মাইক হাতে কেশব সেই 'বন্ধু আমার রসিয়া' গানটি ধরতেই জমে উঠেছিল দাদাগিরি-র মঞ্চ। পরনে কালো জিন্স ও কালো সোয়েট শার্ট। তার উপর চাপিয়ে নিয়েছিলেন ব্লেজার। চোখে কালে ফ্রেমের চশমা। এভাবেই দাদাগিরি-র মঞ্চে হাজির হয়েছিলেন কেশব দে। দাদা-র পাশে দাঁড়িয়ে দাদাগিরির মঞ্চ থেকে ইনস্টাগ্রামে একাধিক ছবিও পোস্ট করেছেন তিনি। ছবিতেই স্পষ্ট কেশবের দিকে আঙুল দেখিয়ে কিছু একটা বলছিলেন 'দাদা' সৌরভ…। তবে সেটা কী? তা এপিসোডটি সম্প্রচার হওয়ার পরই বোঝা যাবে।

আরও পড়ুন-'মানসিক সুখ না থাকলে খ্যাতি, টাকা, স্বামী-সন্তান সবই অচল …', হঠাৎ কেন একথা বলছেন করিনা! কী আবার হল?

এদিন দাদাগিরির মঞ্চে কেশব ‘বন্ধু আমার রসিয়া’ গান ধরতেই সমস্ত প্রতিযোগীরা নেমে এসে সেই গানের সঙ্গে নাচতে শুরু করেন। দাদার মুখেও তখন লাজুক হাসি।

যদিও জি বাংলার পোস্ট করা এই ভিডিয়ো ক্লিপ দেখে কেউ অভিযোগ করেছেন, ‘মিকার গাওয়া গানটি ব্যাকগ্রাউন্ডে চালিয়ে দিয়ে ভালোই বোকা বানানো হচ্ছে..। জি বাংলার দর্শকরারাও বোকা হয়ে যায়’। তবে সঙ্গে সঙ্গেই আরও একজন কেশব অনুরাগী এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘না, না এটা কেশব গেয়েছে, আর সেকারণেই একটু অন্যরকম শুনতে লাগছে…’। তবে অনেকেই কেশবের গাওয়া গানের প্রশংসা করেছেন।

<p>কেশবের গান নিয়ে কমেন্ট</p>

কেশবের গান নিয়ে কমেন্ট

প্রসঙ্গত, যশ-নুসরতের 'মেন্টাল' ছবির আগে ২০২২ সালে নিজের মিউজিক অ্যালবামের জন্য 'বন্ধু আমার রসিয়া' গানটি গেয়েছিলেন এবং সুর করেছিলেন কেশব দে। তবে সেখানে গানের কথার বেশকিছু লাইন ছিল আলাদা। পরে ছবির জন্য গানটি নতুন করে তৈরি করা হয়। ছবিতে অবশ্য কেশব গাননি, গেয়েছেন মিকা সিং, সনজিৎ মণ্ডল ও ইমন চক্রবর্তী। তবে গানের সঙ্গীত পরিচালক কিন্তু ছিলেন সেই কেশব।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

পুজোর সময় লোকাল বাতিলের প্রতিবাদে অবরোধ, শিয়ালদা দক্ষিণে ব্যাহত রেল পরিষেবা ‘প্রতিটা সূর্যোদয় যেন এক একটা উপহার…’ মলদ্বীপে ছুটির মেজাজে সোনম! বচ্চন পরিবারের রান্নাঘরের রাশ জয়ার হাতেই! KBC-তে অমিতাভ বললেন, ‘৫০ বছর পরেও…’ ১০৩০০ থেকে বেতন বেড়ে ২৫০০০! পুজোর মাসে বড় প্রাপ্তি, কালীঘাটে সরকারি কর্মীরা পুজোর সময়ে ছোট ফ্ল্যাটে অতিথিরা আসবেন? কীভাবে সাজাবেন সুন্দর করে কেবল রূপসা-সায়নদীপ নন, দেবীপক্ষে গাঁটছড়া বাঁধলেন অহনা-দীপঙ্করও? পঞ্চমীর সন্ধ্যায় ভরা বাজারে যুবককে পিটিয়ে খুন, গ্রেফতার তৃণমূল নেতা এবার দুর্গাপুজোয় কী করছেন মুম্বইয়ের বাঙালি সেলেব টিনা, রোহিত, দেবিনারা? ‘কোটি-কোটি টাকার GST দুর্নীতি’, সাংবাদিককে গ্রেফতার গুজরাটে! FIR-এ নামই ছিল না পছন্দের জামা গায়ে হচ্ছে না? পুজোর মধ্যেই কমিয়ে ফেলুন পেটের বাড়তি মেদ!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.