বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘ও আমার আশ্রিত, আমি বাবার মতো!’, বাড়ির কর্মচারীকে মারধরের ঘটনা নিয়ে ফের মুখ খুললেন রাহাত ফতে আলি খান

‘ও আমার আশ্রিত, আমি বাবার মতো!’, বাড়ির কর্মচারীকে মারধরের ঘটনা নিয়ে ফের মুখ খুললেন রাহাত ফতে আলি খান

কর্মীকে মারধর নিয়ে মুখ খুললেন রাহাত ফতে আলি খান। 

গায়ক রাহাত ফতে আলি খানের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল দিনকয়েক আগেই। যেখানে দেখা গিয়েছিল কোনও একটি বোতল হারিয়ে যাওয়ায় এক ব্যক্তিকে মারধর করছেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে মুখ খুললেন এই নিয়ে। 

রাহাত ফতে আলি খান সম্প্রতি এক পডকাস্ট শো-তে ব্যাপকভাবে শেয়ার হওয়া একটি ভিডিয়ো নিয়ে মুখ খুলেছেন। সেই ভিডিয়োতে দেখা গিয়েছিল, নাভিদ হাসনাইন নামের এক ব্যক্তিকে জুতো দিয়ে আঘাত করছেন পাকিস্তানের গায়ক। পডকাস্টে আদিল আসিফের সঙ্গে কথা বলার সময়, রাহাত জানান যে, তিনি নাভিদের কাছে ক্ষমা চেয়েছেন। যাকে তিনি ‘শাগরেদ’ বলে ডাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেরই অভিযোগ ছিল, তিনি তাঁর শিষ্যকে শারীরিক নির্যাতন করছেন। পডকাস্টে খোলসা করলেন গোটা ব্যাপারটা। 

ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে রাহাত ফতেহ আলি খানের মন্তব্য:

গায়ক আদিলকে বলেন, ‘আমি ওর কাছে ক্ষমা চেয়েছি। শুনে ও কাঁদতে কাঁদতে বলে, ‘উস্তাদজি (স্যার) আপনি কেন এমন করছেন?’ ৪৯ বছরের গায়ক আরও বললেন, ‘আমার সঙ্গে ওর সম্পর্ক বাবা-ছেলের মতো। শাগরেদের বাবা হওয়া বেশি দরকারি। আমি ওর বাবার চরিত্র পালন করছি।’ 

তিনি আরও বলেন যে, তিনি তাঁর কর্মচারীর পরিবারকে তিনি নানাভাবে সাহায্য করে থাকেন। নানা সময়, চিকিৎসা থেকে শুরু করে বিয়ের ব্যয়ভার বহন করে সহায়তা করছেন।

অনলাইন ট্রোলিং প্রসঙ্গে রাহাত ফতে আলি খান

ট্রোলিংয়ের প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানি গায়ক বললেন, ‘ও আমার আশ্রিত। এটা ঠিক যে আমি ওকে তিরস্কার করেছি। পরে ক্ষমাও চেয়েছি। এটা পর্যন্ত ঠিক ছিল। তবে লোকেরা এখন এটা নিয়ে মজা করছে। কিন্তু আসল সত্য হল, ওর কাছে আমার পবিত্র জল ছিল। মানুষ এটির গুরুত্ব বুঝতে পারছে না। এটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এটা আমার আধ্যাত্মিক বিশ্বাসের সঙ্গে যুক্ত।’

ভাইরাল হওয়া ভিডিয়োতেও দেখা গিয়েছিল, রাহাত ফতে আলি খান ওই ব্যক্তিকে মারধর ও চড়-থাপ্পড় মারছিলেন। বারবার জিজ্ঞেস করছিলেন, 'আমার বোতল কোথায়?

পরে রাহাত ঘটনাটিকে একজন শিক্ষক ও ছাত্রের মধ্যেকার ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে অভিহিত করেন। ‘আপনারা এই ভিডিওগুলোতে যা দেখেছেন তা একজন উস্তাদ (মাস্টার) এবং একজন শাগরেদের (শিষ্য) অভ্যন্তরীণ বিষয়। যখন একজন প্রতিপক্ষ ভালো কাজ করে, আমরা তাদের অনেক প্রশংসা করি। আর যখন তারা ভুল করে, তখন আমরা তাদেরকে শাস্তি দেই... আমি একই সঙ্গে তার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলাম…’, তিনি একটি পৃথক ভিডিয়োতে স্পষ্ট করেছিলেন নিজের অবস্থান। 

'ও রে পিয়া'-খ্যাত গায়ক আরও বলেছিলেন যে, যিনি ভিডিওটি রেকর্ড করেছেন তিনি তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছিলেন।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

'পশ্চিমবঙ্গের বিচারব্যবস্থার ভাবমূর্তি নষ্টের চেষ্টা',সুপ্রিম কোর্টে ধমক খেল CBI হাসপাতালে রহস্য মৃত্যু ওড়িশার বিখ্যাত গায়িকা ২৭ বছর বয়সী রুকসানা বানোর! পশ্চিমবঙ্গ সরকারকে জানিয়েই জল ছাড়া হয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার ভারতের মাটিতে প্রখম বাংলাদেশি হিসেবে ইনিংসে পাঁচ উইকেট নেওযার নজির মাহমুদের সাত দিন পর মুক্ত কলতান, বললেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই রুখতে পারবে না ওরা এ যেন অশ্বমেধের অপ্রতিরোধ্য ঘোড়া! ৮০০ কোটির গণ্ডি টপকাল রাজকুমার-শ্রদ্ধার ছবি থ্রেট কালচার খতম করতে সাসপেন্ড ৪০ ডাক্তারি পড়ুয়া, শাস্তির মুখে প্রাক্তন অধ্যক্ষ বাজেটে অফবিট উত্তরবঙ্গের প্ল্যান করছেন? পুজোর ৪ দিনে ঘুরে আসুন মাজুয়া-সান্তুক কবে, কোন কোন দলের বিরুদ্ধে হাফ-ডজন টেস্ট সেঞ্চুরি করেন অশ্বিন? দেখুন তালিকা রোহিত, কোহলি নয়, ঋষভই পথ দেখিয়েছেন সজীব উইকেটে, অকপট অশ্বিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.