ভালোবেসে স্কুলের বন্ধু শাক্য বসুকে বিয়ে করেছিলেন। শোলাঙ্কির কথায়, সেই সিদ্ধান্ত ছিল খানিকটা আবেগতাড়িত। বয়স কম ছিল, কিছু বুঝে ওঠবার আগেই বিয়েটা সেরে ফেলেন। কিন্তু প্রাক্তন স্বামীর প্রতি কোনও তিক্ততা থাকা তো দূর, নায়িকা মনেপ্রাণে বিশ্বাসী তাঁর প্রাক্তনের মতো ভালো মানুষ হয় না! আরও পড়ুন-‘আমার ডিভোর্স হয়ে গেছে’, স্কুলের বন্ধু শাক্যর সঙ্গে কেন ভাঙল বিয়ে? প্রথমবার জবাব শোলাঙ্কির
শোলাঙ্কি রায়ের দাম্পত্য় যে টালমাটাল তা দীর্ঘসময় ধরেই কারুর অজানা নয়। তবে আনুষ্ঠিকভাবে বিচ্ছেদের ঘোষাণা কোনওদিনই করেননি অভিনেত্রী। প্রথমবার ডিভোর্স নিয়ে মুখ খুলেছেন তিনি। শুধু সেই কথা বলেই থামলেন না। দিলেন দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে উত্তরও।
টেলিপাড়ায় গত কয়েক মাস ধরেই চর্চা অভিনেতা সোহম মজুমদারের সঙ্গে প্রেম করছেন শোলাঙ্কি। এমনকি টলিগঞ্জ ছেড়ে নায়িকা মুম্বই পাড়ি দেওয়ার কারণও নাকি সোহম! আরব সাগরের পারেই বেশির ভাগ সময় কাটান অভিনেতা, সেই টানেই মুম্বই ছুটেছেন শোলাঙ্কি। তবে মুখে প্রেমের কথা স্বীকার করতে না-রাজ।
নিবেদিতা অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে দ্বিতীয় বিয়ের প্রসঙ্গ শুনে শোলাঙ্কি বলেন, ‘করব না এমন কোনও ব্যাপার নেই। তবে একবার (বিয়ে) করে বুঝেছি করতেই হবে এমন কোনও ব্যাপার নয়। সম্পূর্ণরূপে নির্ভরশীল ওইসময় আমার মনের অবস্থাটা কী। জীবন থেকে একটা জিনিস শিখেছি বিয়ে জীবনের একটা বড় সিদ্ধান্ত। বিয়ে শুধু এটার উপর টিকে থাকে না আমরা একে অপরকে কতটা ভালোবাসি। এর বাইরে একটা সম্পর্ক টিকে থাকতে জরুরি দুটো মানুষের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিটা একরকম কিনা।’
'দৃষ্টিভঙ্গি একরকম' মন্তব্যটি বুঝিয়ে বলেন অভিনেত্রী। শোলাঙ্কির কথায়, ‘দুজন মানুষের ভ্যালু সিস্টেমটা অভিন্ন হওয়াটা জরুরি। সে একটা সংসার বলতে কী বোঝে, কেরিবার বলতে কী বোঝে, পরিবার বলতে কী বোঝে- সেই নিয়ে মতপার্থক্য় দেখা দিলে একসঙ্গে থাকাটা মুশকিল।’ আজকাল মেয়েরা স্বাধীন, একা থাকতে অভ্যস্ত, সেই কারণেই মানিয়ে নেওয়াটা তাগিদ কমে এসেছে, মনে করেন শোলাঙ্কি। আগেকার দিনে মহিলারা অনেক বেশি অ্যাডজাস্টমেন্ট করে নিত, কিন্তু এখন সময়ের সঙ্গে সেই ভাবনায় বদল এসেছে কারণ তাঁরা স্বনির্ভর। মেনে নেন শোলাঙ্কি। শেষে যোগ করেন, ‘নিজের জন্য স্বামীর চেয়ে বেশি আমি একজন পার্টনার চাই।’
তাহলে কি লিভ ইন করতে চান শোলাঙ্কি? গাঁটছড়ার খড়ি বললেন, ‘পার্টনার মানে সবদিক থেকে যে আমার সঙ্গ দেবে। পরে যদি মনে হয় তাঁকে আমি বিয়ে করতেও পারি। বিয়ে নিয়ে আমার কোনও অসুবিধা নেই’।
২০১৮-র ফেব্রুয়রিতে বিয়ে করেছিলেন শোলাঙ্কি-শাক্য। বিয়ের পর নিউজিল্যান্ডে সংসার পাতেন। তবে বেশিদিন স্থায়ী হয়নি সেই দাম্পত্য। এতদিনে সবটা খোলসা করলেন নিজের মুখেই। ২০২৩ সালেই আইনত পথ আলাদা হয়েছে শাক্য-শোলাঙ্কির। প্রাক্তন স্বামীর সঙ্গে এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাঁর, জানান অভিনেত্রী।