মঙ্গলবার রাতে বান্ধবীদের সঙ্গে চুটিয়ে পার্টি করলেন অভিনেত্রী সোনি রাজদান। নীনা গুপ্তা, অনু রঞ্জন এবং আরও অন্যান্য বান্ধবীদের সঙ্গে মন খুলে পার্টি করেছেন আলিয়া ভাটের মা। সেই ছবিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। এ দিন তাঁরা সকলে একই রঙের আউটফিট পরেছিলেন।
সোনি রাজদানের শেয়ার করা ছবি
সোনি, নীনারা এ দিন সাদা রঙের পোশাক পরেছিলেন। সকলের পাশাপাশি সোফায় বসে। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘এবং ঠিক ওই রকমেরই …. ওরা সবাই সাদা পরে নিল'। সবাই মুখেই উজ্জ্বল হাসি। আনন্দ, হাসিঠাট্টা, গল্পে মেতে উঠেছিলেন তাঁরা।
আরও পড়ুন: ‘দিল তো পাগল হ্যায়’তে মাধুরী-করিশ্মার নাচ মনে আছে! ফের একবার মুখোমুখি দুই তারকা
আরও পড়ুন: বিগ বস ১৩ রি-ইউনিয়ন, আরতির সঙ্গীতে হাজির রশমি থেকে দেবলীনারা
জিনাত আমন বিতর্ক
সিনেমার পর্দায় সাহসী দৃশ্যে যেমন সাবলীল অভিনয়, তেমনই রিয়েল লাইফেও মর্ডান সিদ্ধান্ত নেওয়া উচিত বলেই মনে করেন জিনাত আমন। তাঁর মতে, বিয়ের আগে একসঙ্গে থাকা উচিত। জিনাতের সেই মন্তব্যেরই পালটা মুখ খুলেছেন মুমতাজ, সায়রা বানু, মুকেশ খান্নারা। সম্প্রতি ৭২ বছর বয়সী অভিনেত্রীর একটি সোশ্যাল মিডিয়ায় পোস্টের মন্তব্য ঘিরে একেবারে তোলপাড়।
আরও পড়ুন: 'লাহোর ১৯৪৭'-এর শুটিং শুরু করলেন প্রীতি, সেট থেকে শেয়ার করলেন রাজকুমার সন্তোষীর সঙ্গে ছবি
সোনি রাজদানের মন্তব্য
ইন্ডাস্ট্রি যখন জিনাতের বিপক্ষে সেই সময় পাশে দাঁড়ালেন মহেশ পত্নী সোনি রাজদান। সোশ্যাল মিডিয়ায় মুকেশকে কড়া জবাব দিলেন তিনি। সোনি রাজদানের সোশ্যাল মিডিয়া পোস্টে মুকেশকে সপাট জবাব, ‘বিয়ের আগে যদি কেউ একসঙ্গে থাকেন তাহলে কী এমন সমস্যা হতে পারে সেটা তো ভাবতেই পারছি না। তাঁরা যদি একে অপরের সঙ্গে চিরকাল থাকেন তাহলে সমস্যাটা কোথায়। মানুষের মস্তিষ্ক একটা চিন্তাভাবনাতেই আবদ্ধ রয়ে গিয়েছে’।
জিনতের মন্তব্য নিয়ে মুকেশ খান্না
সুপারহিট টিভি শো 'শক্তিমান' খ্যাত অভিনেতা মুকেশ দৈনিক জাগরণকে বলেছেন, ‘আমাদের সংস্কৃতি এবং ইতিহাসে, লিভ-ইন সম্পর্কের মতো জিনিস কখনও স্বীকৃত হয়নি। এটি পশ্চিমী সভ্যতা থেকে এসেছে। জিনাত আমান যাই বলুন না কেন, তিনি প্রথম দিন থেকেই পশ্চিমী সভ্যতা অনুসারে জীবনযাপন করেছেন। জিনাত যেটা বলছে সেটা মেনে নেওয়া যায় না, একটা ছেলে আর একটা মেয়ে দুজনে প্রথম থেকে স্বামী-স্ত্রীর মতন থাকলে কী হবে! যারা এ ধরনের কথা বলছেন, তাঁদের ভেবেচিন্তে কথা বলা উচিত’।