বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত হারতেই উচ্ছ্বাসে ফেটে পড়েছিল পদ্মাপার। বাংলাদেশে যেন অকাল ইদ! চারিদিকে সেলিব্রেশন। রাস্তায় নেমে অকথ্য ভাষায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে গালিগালাজ করা থেকে রোহিত-কোহলিদের নিয়ে কটূক্তি করতে ছাড়েননি বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা।
বাংলাদেশী ক্রিকেটপ্রেমীদের এহেন কাজকে ভালো চোখে দেখেনি ভারতীয় নেটিজেনরা। বিশ্বকাপ হারের ক্ষত আরও দগদগে হয়েছে প্রতিবেশিদের এহেন আচরণে। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে কাটাছেঁড়া। এই বিতর্ক নিয়ে মুখ খুলে ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
বিশ্বকাপ ফাইনালে হারে এমনিতেই মর্মাহত ছিল ভারতের কোটি কোটি ক্রিকেটপ্রেমী। আর এই ক্ষতে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস যেন নুনের ছেঁটা। গোটা ঘটনায় কাঁটাতারের দূরত্ব যেন আরও খানিকটা বেড়ে গিয়েছে। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। ছোটপর্দার মিঠাইরানির ভক্ত সংখ্যা দুই বাংলাতেই মজুত রয়েছে। এই মামলায় কোন বাংলার পাল্লা ভারী তা বলা যথেষ্ট দুষ্কর। তাই এই বিষয় নিয়ে প্রশ্ন শুনেই খানিক সাবধানী সৌমিতৃষা।
শুক্রবার জিতের ছবি মানুষের প্রিমিয়ারে হাজির হয়েছিলেন অভিনেত্রী, সেখানেই সাংবাদিকদের এই প্রশ্নের মুখে পড়েন তিনি। যা শুনে সৌমিতৃষা বললেন, ‘এটা নিয়ে কথা বলার সঠিক জায়গা এটা নয়। এটা শুভ একটা জায়গা। মনোমালিন্য যা কিছু হয়েছে… ভারত, বাংলাদেশ দুটো একই মায়ের আলাদা নাম বলে আমার মনে হয়। পার্টিশানটা জাস্ট এমনি হয়েছে বলে আমার মনে হয়, সবাই আমরা এক। ছোট ছোট বাসন একসঙ্গে থাকলে খুটোখুটি লাগে, তারপর সবাই আমরা এক। সেটা নিয়ে বেশি কিছু বলছি না। এটা সুন্দর একটা মুহূর্ত।'
বিতর্ক নিয়ে সৌমিতৃষা যথেষ্ট সচেতন জবাব দিলেন। কিন্তু বাংলাদেশ নিয় রাগ কমছে না ভারতীয়দের। এই আবহে এবার দার্জিলিঙের একটি হোটেল বাংলাদেশিদের জন্য তাদের দরজা বন্ধ করে দিল অনির্দিষ্টকালের জন্য।
এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট লিখলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও। অভিনেতা লেখেন- ‘ইন্ডিয়া তো মোটে চারবার ওয়ার্ল্ডকাপ ক্রিকেটে ফাইনালে উঠে দুবারই হেরে গেছে! মনে রাখবেন বাংলাদেশ কিন্তু কখনো ওয়ার্ল্ডকাপ ফাইনালে হারেনি! তাই তো ফাইনালে হার নিয়ে ঠাট্টা- মশকরাটা বেশ মানিয়ে যাচ্ছে!! অনেকে কেন যে রেগে যাচ্ছে বুঝছি না’। বিশ্বকাপের ফাইনালে একবার যোগ্যতা অর্জন না করতে পারা বাংলাদেশ কেন ভারতের হারে খুশি তা বুঝতে অসুবিধা হচ্ছে ঋত্বিকের, তা বুঝিয়ে দিলেন অভিনেতা।