বাংলা নিউজ > বায়োস্কোপ > Kar Kache Koi Moner Kotha: ‘কার কাছে কই মনের কথা’র পলাশকে নিয়ে বিরক্ত দর্শক, 'জুতো মারব' হুমকি সৌনককে!

Kar Kache Koi Moner Kotha: ‘কার কাছে কই মনের কথা’র পলাশকে নিয়ে বিরক্ত দর্শক, 'জুতো মারব' হুমকি সৌনককে!

‘কার কাছে কই মনের কথা’র পলাশকে নিয়ে বিরক্ত দর্শক

Didi No 1: দিদি নম্বর ১ -এ এসে নিজের অভিজ্ঞতার কথা জানালেন সৌনক রায়। বললেন কার কাছে কই মনের কথা ধারাবাহিকে পলাশের চরিত্রে অভিনয় করার জন্য তাঁকে নানা কটূ কথা শুনতে হয়।

রচনার মঞ্চে মায়েদের নিয়ে খেলতে হাজির ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের অভিনেতারা। অর্থাৎ শিমুলের বর, দেওর এবং দাদা। আর সেখানে এসেই নিজেদের চরিত্রের জেরে বাস্তবে কোন বিড়ম্বনার মুখে পড়তে হয় সেটাই জানালেন সৌনক রায় ওরফে পলাশ, অর্থাৎ শিমুলের দজ্জাল দেওর। বাদ গেলেন না দ্রোণ ওরফে শিমুলের বর পরাগ।

সৌনককে এদিন দিদির মঞ্চে এসেই নিজের চরিত্রে অবতীর্ণ হতে দেখা যায়। এই ধারাবাহিকে তাঁর একটি সংলাপ বলে দেখান তিনি। আর সেটা শুনেই হেসে কুটোপুটি খান রচনা। সঞ্চালিকা তাঁকে এরপরই প্রশ্ন করেন যে এই চরিত্রের পর কী কী প্রতিক্রিয়া পান সৌনক? উত্তরে অভিনেতা বলেন, 'যা তা বলে লোকজন। কেউ কেউ বলে জুতো মারব। কেউ বলে সামনে পেলেই মারব। তুমি এমন করছ।' সেটা শুনে হাসতে হাসতে দ্রোণ সম্মতি জানান। অর্থাৎ তাঁর অভিজ্ঞতাও প্রায় এক। রচনা যখন জানতে পারেন যে সৌনক বিবাহিত নন তখন তিনি ভারী মজা পেয়ে যান। সৌনকের মাকে বলেন, 'এসব সংলাপ শুনে আর কোনও মেয়ে আদৌ বাড়িতে আসবে তো?'

আরও পড়ুন: ডাক্তার দেখাতে গেলেই তাঁর প্রেমে পড়ে যান ঋ! দিদির মঞ্চে ফাঁস গোপন তথ্য!

আরও পড়ুন: তৃতীয় ব্যক্তির জন্য বন্ধুত্বে ভাঙন, কোন মন্ত্রে ফের জোড়া লাগে সোনালি-পুষ্পিতার সম্পর্ক

অন্যদিকে দ্রোণ অর্থাৎ পর্দার পরাগ যদিও বিবাহিত কিন্তু এই চরিত্রের জন্য যে তাঁকে কম কথা শুনতে হয় না এমনটা একদমই নয়। পরাগ এদিন দিদির মঞ্চে জানান তিনি বিবাহিত। ২০১৮ সালেই তিনি বিয়ে করেছেন তাঁর মায়ের এক ছাত্রীকে। এবং সেটাও অ্যারেঞ্জ ম্যারেজ। সেটা শুনে রচনা প্রশ্ন করেন যে তবে কি তাঁর জীবনও ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের পরাগের মতো? প্রশ্ন শুনে হেসে কুটোপুটি খান তিনি।

পরাগ এদিন তাঁর বিষয়ে আরও একটি তথ্য জানান। বলেন তিনি আগে চাকরি করতেন, কিন্তু সেটা ছেড়ে এই অনিশ্চিত জীবন, পেশা বেছে নেন। অভিনেতার কথায়, 'আমি জেনে বুঝেই এই পেশায় এসেছি। ফলে কখনও আর পিছন ফিরে দেখিনি।'

অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'নায়কের থেকে নায়কের ভাই বেশি সুন্দর।' আরেকজন লেখেন, 'খুব বিরক্তিকর চরিত্র একটা।' 'এত খারাপ চরিত্রে অভিনয়, কিন্তু হাসিটা কী সুন্দর' মত আরেক ব্যক্তির।

বন্ধ করুন