সোশ্যাল মিডিয়ার কত ঘটনাই আমাদের তাক লাগিয়ে দেয় বলুন! কোনও কোনও ভিডিয়ো তো রীতিমত চমকে দেয়। তেমনই হল এই ভিডিয়ো। ভাবছেন কী হল আবার? দুজনকে সেখানে গড়গড় করে বাংলা ভাষায় কথা বলতে শোনা যাচ্ছে। তবে তাঁরা কেউই বাঙালি নন। এমনকি ভারতীয় নন। বরং আদ্যোপান্ত বিদেশি। একজন দক্ষিণ কোরিয়ার মহিলা এবং একজন ভুটানি ব্যক্তি একে অপরের সঙ্গে বাংলায় কথা বলছেন আর সেটাই ভাইরাল হয়েছে।
ভিডিয়োর শুরুতেই দেখা যাচ্ছে তাঁরা দুজন দারুণ খুশি এটা জানতে পেরে যে তাঁরা দুজনেই বাংলায় কথা বলতে জানেন। বিষয়টা জেনে যেন তাঁরা খুব স্বস্তি পেলেন। এরপর জানা যায় সেই ভুটানি ব্যক্তিটি তাঁর হোটেলে আসা বাঙালিদের থেকে বাংলা শিখেছেন। অন্যদিকে ভিডিয়োর শেষে দক্ষিণ কোরিয়ার সেই মহিলা বলেন 'আমরা কেউই বাঙালি নই কিন্তু তবুও দেখো আমরা কী সুন্দর বাংলায় কথা বলছি।' সেই ব্যক্তি আবার পাল্টা জিজ্ঞেস করেন যে তাঁর বাংলা উচ্চারণ ভালো কিনা?
আরও পড়ুন: চড়া মেকআপে শ্রাদ্ধ বাড়ি গিয়ে ব্লগ! 'বিয়ে বাড়িতে তাহলে কত সাজেন?' কটাক্ষ নেটপাড়ার
আরও পড়ুন: 'কী মারাত্মক এক্সপ্রেশন!', ইউনিফর্ম পরেই 'প্রাণ ভরিয়ে'-তে নাচ, পোস্ট হতেই ফেসবুকে ভাইরাল এই কিশোর
মাত্র তিনদিন আগেই পোস্ট করা হয়েছে এই ভিডিয়োটি। এর মধ্যেই এটির ভিউজ ১১ লাখ ছাড়িয়ে গিয়েছে। বহু মানুষ কমেন্ট করেছেন এখানে। একজন লেখেন, 'কী দারুণ বাংলা বললেন!' আরেকজন লেখেন, 'দেশগত ভাবে আলাদা কিন্তু বাংলার দ্বারা একত্রিত।' কেউ কেউ লিখেছেন, 'বাবা রে কী মিষ্টি!' একজন তাঁদের বাহবা জানিয়ে লেখেন, 'অনেক শ্রদ্ধা আপনাদের জন্য যে আপনারা এত নিখুঁত ভাবে বাংলাটা শিখেছেন। এভাবেই তো মানুষ কাছে আসে।' অনেকেই তাঁদের দুজনকে ভালোবাসা জানিয়েছেন।
এর আগেও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল সেখানে একজন রাশিয়ান মহিলাকে হিন্দিতে কথা বলতে শোনা যায়। তাঁর কথায় মুগ্ধ হয়ে যান নেটিজেনরা।