এমটিভি চ্যানেলের অন্যতম পুরোনো এবং জনপ্রিয় শো হচ্ছে স্প্লিটসভিলা। বরাবরের মতো এবারও স্প্লিটসভিলা ১৫ তে সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন সানি লিওন। সেখানেই একটি পর্বে সম্প্রতি তিনি মহিলাদের সঙ্গে পুরুষদের তুলিবা করলেন। জানালেন কারা বেশি সহজ আর কারা জটিল।
পুরুষ ভার্সেস মহিলা, কাদের হয়ে কথা বললেন সানি?
বর্তমানে এমটিভিতে চলছে স্প্লিটসভিলা ১৫: এক্স-স্কুইজ মি প্লিজ। সেখানেই সম্প্রতি সানি লিওন জানান পুরুষরা অনেক বেশি সহজ মহিলাদের তুলনায়। আর মহিলারা তুলনামূলক ভাবে জটিল হন।
আরও পড়ুন: দুই বছরে দুটো প্রেম, মাকে দেওয়া কথা রাখতে পরে অমিতকে বিয়ে, ডালমিতার গল্প শুনে হেসে খুন রচনা
এই কথাটি তিনি এই শোয়ের শেষ পর্বটিতে বলেছিলেন। এই পর্বে এসেছিলেন সোশ্যাল মিডিয়া তারকা উরফি জাভেদ। তিনি এসে বলেন, 'জল দাও কারণ আমার ঝাঁক লাগছে। কিন্তু আমি মশলাদার খাবার খেতে খুবই ভালোবাসি।'
প্রসঙ্গত এই পর্বে বাদ হয়ে যান ঈশিতা। এদিন উরফি জাভেদ এসেই জানান ঈশিতা বাদ হয়ে যাচ্ছেন। এবং তিনি এক্স আইসেল ভিলায় যাচ্ছেন। তিনি বাদ পড়তেই একটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। অন্যান্য প্রতিযোগীরা কেউ এটাকে সমর্থন করেন কেউ আবার বিরোধিতা। আর গোটা জিনিসটা নিয়ে সব থেকে বেশি ঝামেলা হয় আমেহা এবং নীহারিকার মধ্যে। নীহারিকা এদিন রীতিমত রাগে ফেটে পড়েন।
অন্যদিকে এদিন খনক এবং অদিত তাঁদের সম্পর্কের কথা জানান। হর্ষ এবং রুশালিকে আবার ক্যাপ্টেন হিসেবে নির্বাচন করা হয় রাশ করো অউর ফ্লাশ করো কাজের জন্য। এই কাজের জন্য বেশ কয়েকটি দল তৈরি করা হয়। তারপরই জমে ওঠে খেলা।
কিন্তু এসবের মধ্যে সানি লিওন ঠিক কী কী বলেছিলেন? সঞ্চালিকা এদিন বলেন, 'পুরুষরা খুব সহজ হয়। ওদের যা চাই ওরা সেটা সোজাসুজি বলে দেয়। কিন্তু আমরা খুব জটিল হই। আমরা বলি না। উল্টে ধরে নিই যে ওরা আগে থেকেই জেনে বসে আছে।'