জোরে জোরে চলছে বলিউডের সেই সুপারহিট গান ‘আজকাল তেরে-মেরে প্যায়ারকে চর্চে হার জাবান পর’। বন্ধ ঘরে সেই গানের সঙ্গেই জমিয়ে নাচলেন শ্রীলেখা মিত্র। সঙ্গী অল্পবয়সী এক যুবক। ষাটের দশকের এই হিট গানে শ্রীলেখা নাচ দেখে 'বৃষ্টি-বাদলা'র দিনে মোবাইল থেকে চোখ সরাতে পারছেন না নেটপাড়ার অনেকেরই।
নাহ সমালোচনা নয়, ভিডিয়োর নিচে নাচের জন্য প্রশংসাই পেয়েছেন শ্রীলেখা মিত্র। ভিডিয়োর নিচে কেউ লিখেছেন ‘এটা দারুণ!’, কেউ লিখেছেন, ‘২০ বছর বয়সী মনে হচ্ছে!’ কারোর মন্তব্য 'ওল্ড ইজ গোল্ড'! কারোর কথায়, ‘দারুণ পারফরম্যান্স, ব্যাকগ্রাউন্ডে কলকাতার আকাশটাও সুন্দর।’ ভিডিয়োতে এক্কেবারেই ঘরোয়া পোশাকে সালোয়ার কামিজ পরে, খোলা চুলে নো-মেকআপ লুকে নাচতে দেখা যাচ্ছে শ্রীলেখাকে। অভিনেত্রীর সঙ্গে যুবকটিকেও ক্যাজিুয়াল শার্ট আর প্যান্টে দেখা যাচ্ছে। তবে তাঁর পরিচয় স্পষ্ট নয়।
প্রসঙ্গত, ‘আজকাল তেরে-মেরে প্যায়ারকে চর্চে হার জাবান পর’ গানটি ১৯৬৮ সালে মুক্তি পাওয়া ব্রহ্মাচারী' ছবির। যে ছবিতে ছিলেন শাম্মি কাপুর ও মুমতাজ। জনপ্রিয় ‘আজকাল তেরে-মেরে প্যায়ারকে চর্চে হার জাবান পর’ গানটিতে পর্দায় তাঁদেরই পারফর্ম করতে দেখা গিয়েছিল। সুপারহিট এই গানটি গেয়েছিলেন কিংবদন্তী গায়ক মহম্মদ রফি ও সুমন কল্যাণপুর।
তবে শ্রীলেখার নাচের ভিডিয়ো পোস্ট করতে এর আগেও বহুবার দেখা গিয়েছে। এর আগেও কখনও 'বাবুজি ধীরে চলনা', কখনও 'মানিকে মাগে হিথে' কখনও আবার মেয়ের বান্ধবীদের সঙ্গে মিলেই নিজের ফ্ল্যাটের ঘরে ‘টুম্পা সোনা’ নেচেছেন শ্রীলেখা। আর সেই সব ভিডিয়োই সোশ্যালে অনুরাগীদের জন্য পোস্টও করেছেন তিনি।
প্রসঙ্গত অভিনেত্রী হওয়ার পাশাপাশি নৃত্যশিল্পী হিসাবেও দারুণ শ্রীলেখা। কাজের ক্ষেত্রে খুব শীঘ্রই আসছে পথ কুকুরদের নিয়ে তৈরি শ্রীলেখার ছবি ‘পারিয়া’। ছবিতে শ্রীলেখার সঙ্গে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে।