বাংলা নিউজ > বায়োস্কোপ > Janhvi Kapoor: 'আমি লজ্জিত', শ্রীদেবীর মেয়ে হয়েও তেলুগু ভাষা জানেন না! অনুশোচনা জাহ্নবীর

Janhvi Kapoor: 'আমি লজ্জিত', শ্রীদেবীর মেয়ে হয়েও তেলুগু ভাষা জানেন না! অনুশোচনা জাহ্নবীর

শ্রীদেবী ও জাহ্নবী (ফাইল ছবি) 

মাতৃভাষায় একটা লাইনও বলতে পারেন না জাহ্নবী। মুম্বইয়ে বেড়ে ওঠা জহ্নবীর কখনও সুযোগ হয়নি তেলুগু শেখার, এটা তাঁর জীবনের বড় আসোসোস, মেনে নিলেন শ্রীদেবী কন্যা। 

হিন্দি ইন্ডাস্ট্রিতে পায়ের নীচের মাটি খানিকটা শক্ত করেছেন জাহ্নবী কাপুর। নেপোটিজম বিতর্ক কেরিয়ারের শুরু থেকেই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে তাঁকে, সঙ্গে মায়ের সঙ্গে অযাচিত তুলনা! শ্রীদেবী কন্যা, জাহ্নবী এবার পা রাখছেন তেলুগু ইন্ডাস্ট্রিতে। পরিচালক কোরাতালা শিবার ‘দেবেরাঃ পার্ট ১’-এ জুনিয়র এনটিআরের নায়িকা জাহ্নবী। এই ছবিতে গ্রামের মেয়ের চরিত্রে দেখা যাবে শ্রীদেবীর জানুকে। চরিত্রের নাম থাঙ্গম। আরও পড়ুন-রয়েছে রক্তের সম্পর্ক, রণবীরের পাশে দাঁড়ানো এই সুন্দরীর পরিচয় জানা আছে?

গ্ল্যামারাস ডিভার অবতার ছেড়ে সাধারণ গ্রাম্য় মেয়ে। নতুন চ্যালেঞ্জের মুখে জাহ্নবী। সম্প্রতি দ্য উইকের সঙ্গে আলাপচারিতায় ‘দেবেরাঃ পার্ট ১’-এর জার্নি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। পাশাপাশি জানিয়েছেন তাঁর বিরাট আফসোসের কথা। জাহ্নবী বলেন, ছবির চিত্রনাট্য হাতে পেয়ে দিশেহারা ছিলেন তিনি কারণ কোনওদিন তেলুগু শেখা হয়নি তাঁর। যদিও তাঁর মাতৃভাষা তেলুগু। জাহ্নবী বলেন, ‘আমি কখনও তেলুগু শিখিনি, এর জন্য আমি সত্য়ি লজ্জিত। আমি বুঝতে পারি (তেলুগু) তবে বলতে পারি না। স্বীকার করতে লজ্জা নেই, এটা আমার জীবনের অন্যতম বড় আফসোস। দেবারা-র গোটা টিম আমাকে সাহায্য করেছে, অত্য়ন্ত ধৈর্য্য সহকারে আমাকে সাহায্য করেছে। এই ছবির সঙ্গে ইন্ডাস্ট্রির নামীদামী ব্যক্তিত্বরা জড়িত, সকলেই আমাকে সংলাপ বলতে সাহায্য করেছেন’। 

মেয়ে জাহ্নবীকে নিয়ে সম্প্রতি বোমা ফাটিয়েছেন বনি কাপুর। তিনি বলেন, শীঘ্রই দক্ষিণী তারকা রাম চরণ ও সূর্যর সঙ্গে জুটিতে দেখা যাবে জাহ্নবীকে। সেই খবরে সিলমোহর না দিলেও তা অস্বীকারও করলেন না জাহ্নবী। শুধু বলেন, ‘বাবা এই ব্যাপারে ঠিক কী বলেছেন আমি জানি না। তবে এখনই এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত নয়। উনি আমার প্রযোজকদের সঙ্গে কথা বলেননি, আমাকে কিছু বলেননি।’ এরপর একটু হতাশ কন্ঠে জাহ্নবী বলেন, ‘যদি এমনটা হত যে শুধু ফিল্মের শ্যুট করলেই অভিনেতার কাজ শেষ। ছবির ঘোষণা বা সেই সংক্রান্ত সাফাই পেশ না করতে হত, তাহলে বেশি ভালো হত’। 

এই মুহূর্তে বেজায় ব্য়স্ত জাহ্নবী। তাঁর হাতে রয়েছে একগুচ্ছ প্রোজেক্ট। বলিউডে নায়িকার পরবর্তী রিলিজ, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। এই ছবিতে রাজকুমার রাও-এর নায়িকা তিনি। ক্রিকেটের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। এছাড়াও ‘উলাজ’ এবং ‘সানি সংস্কারি কি তুলসী কুমারি’তে দেখা যাবে জাহ্নবীকে। প্রযোজক করণ জোহরের দুলহানিয়া সিরিজের তৃতীয় ছবি ‘সানি সংস্কারি কি তুলসী কুমারি’। আলিয়ার বদলে এবার বরুণের পাত্রী জাহ্নবী। 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

প্রাইভেট গাড়িতে GNSS থাকলে হাইওয়ে-সফরে বড় ছাড়! বুধে ৭ জেলায় সতর্কতা, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ৪টিতে, শুক্র ও শনিতে কোথায় হবে? বাবরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি! ভক্তের সঙ্গে দুর্ব্যবহার পাক তারকার ইংল্যান্ড সিরিজে ভালো খেলতে পারাই বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে: শুভমন গিল প্যারালিম্পিক্স পদকজয়ীদের মোটা আর্থিক পুরস্কার,রুপো জিতে ৫০ লক্ষ, সোনাজয়ীদের কত? এপার বাংলায় ইলিশ পাঠান, বাংলাদেশ সরকারকে চিঠি, পুজোয় মিলবে পদ্মার রুপোলি শস্য়? এইডস আক্রান্ত নায়কের চরিত্রে রাজি হয়নি কোনও বলিউড হিরো, ১টাকায় কাজ করেন সলমন! প্রখ্যাত শিক্ষাবিদ ও দুন স্কুলের প্রধান শমী দাস প্রয়াত, প্রথম চাকরি কলকাতায় ‘হাত মোটা লাগছে,ডবল চিন দেখা যাচ্ছে…., আগে বিচার পরে শরীরে মন দেব’: স্বস্তিকা শুধু ‘রেসপেক্টেড স্যার’ লেখা, ম্যাডাম নেই, রাজ্যের মেলে ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.