কলকাতায় হু হু করে বেড়েই চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। একাধিক তারকারাও ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। রুবেল দাস, সায়ন্তনী গুহঠাকুরতা সহ অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বা আছেন। এবার এই দলে নাম লেখালেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন।
ডেঙ্গি আক্রান্ত শ্রীজাত
ডেঙ্গি আক্রান্ত হয়ে কলকাতার মিন্টো পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। তবে আপাতত কবি ঠিকঠাক আছে বলেই সূত্রের খবর। তবে বিগত কয়েকদিন ধরে একটানা তাঁর জ্বর আসছিল। কিছুতেই কমছিল না জ্বরের প্রকোপ। তাই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়।
গত ৪-৫ দিন ধরে জ্বরে কাবু ছিলেন শ্রীজাত। জ্বর কিছুতেই যখন কমছিল না তখন তাঁর পরিবারের লোকজন একপ্রকার বাধ্য হয়েই তাঁকে হাসপাতালে ভর্তি করান। কিন্তু এখন আর তেমন আশঙ্কার কারণ নেই বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন: অরিজিৎকে জাপটে ধরে চুমু ভক্তের! কাণ্ড দেখে কী করলেন গায়ক?
আরও পড়ুন: 'লজ্জাজনক, ছিঃ!' ইন্দিরা গান্ধীর হত্যাকারীদের সমর্থন কানাডিয়ান-পঞ্জাবি গায়কের, প্রতিবাদ কঙ্গনার
কিছুদিন আগে ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও। যদিও তিনি সুস্থ হয়ে এখন বিদেশে বেড়াতে গিয়েছেন। অন্যদিকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা রুবেল দাস ডেঙ্গি আক্রান্ত হয়ে গোটা পুজোটাই হাসপাতালে কাটিয়েছেন। যদিও বর্তমানে তিনি আবারও সেটে ফিরেছেন, কাজ শুরু করেছেন।
ডেঙ্গি আক্রান্ত বাড়ছে শহরে
৭৫ হাজারেরও বেশি মানুষ গত ২৫ অক্টোবর পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। কিন্তু তারপর এই সংখ্যাটা দিন দিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। কলকাতাতেই ১১ হাজারের বেশি মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে বাড়ছে ডেঙ্গিতে মৃতের সংখ্যাও।