প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকারীদের সমর্থন গায়ক শুভর। কঙ্গনা রানাওয়াত এবার মুখ খুললেন তাঁর বিরুদ্ধে। টুইটারে একটি পোস্ট করে একহাত নিলেন তাঁকে। কী কী করেছেন কানাডিয়ান পঞ্জাবি গায়ক শুভ?
কী করেছেন শুভ?
মঙ্গলবার পর্দার হবু ইন্দিরা গান্ধী একটি পোস্ট শেয়ার করেন টুইটারে। সেখানে নাকি শুভ লন্ডনের একটি অনুষ্ঠানে গিয়ে তাঁর পরনে থাকা হুডির মাধ্যমে ইন্দিরা গান্ধীর হত্যাকারীদের সমর্থন করেছেন। তাঁর হুডিতে পঞ্জাবের ম্যাপ এবং তাতে ইন্দিরা গান্ধীর হত্যার দিন এবং ছবি রয়েছে। সেই ঘটনারই তীব্র প্রতিবাদ করলেন কঙ্গনা। লজ্জাজনক কাজ বলে আখ্যা দিলেন অভিনেত্রী।
আরও পড়ুন: 'বাংলা ছবি দেখলে জাত চলে যায়' হিপোক্রেসি দেখে বিরক্ত মিঠুন, কার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন?
আরও পড়ুন: অরিজিৎকে জাপটে ধরে চুমু ভক্তের! কাণ্ড দেখে কী করলেন গায়ক?
শুভর কাণ্ড দেখে কী বললেন কঙ্গনা?
কঙ্গনা এদিন টুইটারে লেখেন, 'নিজের রক্ষার্থে যাঁদের নিয়োগ করেছিলেন তাঁরাই কাপুরুষের মতো একজন বয়স্ক মহিলাকে হত্যা করেছিলেন। আর এখন সেটার উদযাপন করা হচ্ছে। যখন কেউ তোমায় রক্ষা করবে বলে বিশ্বাস করো, কিন্তু তাঁরা উল্টে সেই বিশ্বাস ভেঙে যখন অস্ত্র দিয়ে সেই মানুষটাকে হত্যা করেন তখন সেটাকে কাপুরুষোচিত বলে, বীরত্ব নয়। লজ্জা লাগা উচিত এমন একজন নিরস্ত্র বয়স্ক মানুষের উপর এভাবে কাপুরুষের মতো আক্রমণ করার জন্য। ছিঃ। লজ্জা।'
এমারজেন্সি ছবিতে ইন্দিরার চরিত্রে কঙ্গনা
প্রসঙ্গত আর কিছুদিন পরেই মুক্তি পেতে চলেছে এমারজেন্সি। এই ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা রানাওয়াত। একই সঙ্গে তিনি এই ছবির পরিচালনা করছেন। প্রযোজনাও করেছে তাঁরই সংস্থা। সেই ছবি মুক্তির আগেই এমন ঘটনা ঘটায় হতবাক হয়ে গিয়েছেন তিনি। গর্জে উঠেছেন প্রতিবাদে।
আগেও বিতর্কে জড়িয়েছেন শুভ
তবে এটাই প্রথমবার নয়। এর আগেও বিতর্কে উঠে এসেছিলেন শুভ। তখন তিনি ভারতের বিকৃত মানচিত্র পোস্ট করে কটাক্ষের শিকার হয়েছিলেন। তখনও প্রতিবাদ করেন কঙ্গনা।