বাংলা নিউজ > বায়োস্কোপ > Srijit Mukherji- Bratya Basu: ব্রাত্যর নাটক থেকে এবার সিনেমা! সৃজিত-রাজর্ষির পরিচালনায় আসছে জোড়া বাংলা ছবি

Srijit Mukherji- Bratya Basu: ব্রাত্যর নাটক থেকে এবার সিনেমা! সৃজিত-রাজর্ষির পরিচালনায় আসছে জোড়া বাংলা ছবি

সৃজিত-রাজর্ষির পরিচালনায় আসছে জোড়া বাংলা ছবি

Srijit Mukherji- Bratya Basu: ব্রাত্য বসুর নাটক থেকে তৈরি হতে চলেছে ছবি। সৃজিত মুখোপাধ্যায় এবং রাজর্ষি দের পরিচালনায় আসতে চলেছে দুটি ছবি। জানা গিয়েছে উইঙ্কেল টুইঙ্কেল এবং হেমলাট: দ্য প্রিন্স অব গরানহাটা নাটক দুটোর ভিত্তি হবে এই ছবি দুটো।

ব্রাত্য বসু নাটক এবার সেলুলয়েডের পর্দায়? যদিও বিষয়টা প্রথম না। এর আগেও অনেকেই অনেক সময় নাটক থেকে ছবি বানিয়েছেন। এই তো গত বছর অনির্বাণ ভট্টাচার্য তো নিজেই নাটক থেকে বল্লভপুরের রূপকথা বানালেন। এবার শোনা যাচ্ছে ব্রাত্য বসুর জোড়া নাটক পর্দায় আসতে চলেছে। তাঁর উইঙ্কেল টুইঙ্কেল নিয়ে ছবি করার কথা ভাবছেন সৃজিত মুখোপাধ্যায়। আর হেমলাট: দ্য প্রিন্স অব গরানহাটা নিয়ে ছবি করার ইচ্ছে পরিচালক রাজর্ষি দের।

যাঁর নাটক নিয়ে ছবি হতে চলেছে তাঁর কী বক্তব্য এই বিষয়ে? ব্রাত্য বসু এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান 'বাংলায় তো এর আগেও নাটক থেকে সিনেমা হয়েছে এটা নতুন কিছু নয়। বরং আমার নাটক থেকে যদি সিনেমা হয় আমার তো ভালো লাগবে। আমার কাছে সৃজিত রাজর্ষি দুজনেই প্রস্তাব নিয়ে এসেছিল। ওরা আমার ভীষণই স্নেহের। আমি আনন্দের সঙ্গে সম্মতি দিয়েছি ওদের।

গত ৬ মাস ধরে উইঙ্কেল টুইঙ্কেল নিয়ে নানা আলোচনা করেছেন সৃজিত ব্রাত্যর সঙ্গে। ছবির নাম আপাতত ঠিক করা হয়েছে রিপ ভ্যান উইঙ্কেল। এই ছবির জন্য চিত্রনাট্য লিখছেন পদ্মনাভ দাশগুপ্ত। কারা থাকবেন এই ছবির মুখ্য ভূমিকায়? প্রাথমিক ভাবে অনির্বাণ ভট্টাচার্য এবং ঋত্বিক চক্রবর্তীর নাম শোনা গিয়েছিল। নাটকের মঞ্চে দেবশঙ্কর হালদার অভিনীত বাবার চরিত্র অনির্বাণ করতে পারেন বলেই শোনা যাচ্ছে, সঙ্গে রজতাভ দত্ত অভিনীত ছেলের চরিত্রে ঋত্বিক চক্রবর্তীকে দেখা যাবে। এছাড়া এখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামও শোনা যাচ্ছে।

অন্যদিকে রাজর্ষি দের পরিচালনায় হেমলাট: দ্য প্রিন্স অব গরানহাটা নাটকের সিনেমা রূপে কৌশিক গঙ্গোপাধ্যায়, মিথিলা, সুদীপ্তা চক্রবর্তীকে দেখা যেতে পারে বলেই শোনা যাচ্ছে।

জানা গিয়েছে এই নাটক থেকে ছবির হওয়ার বিষয়ে এখনও কিছু জটিলতা আছে। সেগুলো মিটে গেলেই এই ছবিগুলোর কাজ শুরু হয়ে যাবে।

বন্ধ করুন