কিছুদিন আগে মুক্তি পেয়েছে শ্রীরাম রাঘবনের নতুন ছবি মেরি ক্রিসমাস। দর্শক থেকে সমালোচক, সকলে এই ছবিটি নিয়ে চর্চা করছেন। এখানে প্রথমবার জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতি। তবে জানেন কি এই ছবিতে যে ক্লাইম্যাক্স দেখা গিয়েছে আসলে তেমনটা ছিল না। ছবির শুটিংয়ের মাত্র এক সপ্তাহ আগে সেটা বদলে দেওয়া হয়।
সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে ছবির পরিচালক শ্রীরাম রাঘবন কথা বলেছেন এই ছবির ক্লাইম্যাক্স নিয়ে। সেখানেই তিনি জানিয়েছেন যে এই ছবির আসল সিন বা ডায়লগ আলাদা ছিল। ছবির শেষে যেমনটা দেখা গিয়েছে আদতে তেমনটা ছিল না।
আরও পড়ুন: 'সকালে একটা বিতিকিচ্ছিরি কাণ্ড...' দিদি নম্বর ওয়ানে আসার আগেই দুর্ঘটনার কবলে প্রীতি! কী হয়েছে অভিনেত্রীর?
আরও পড়ুন: 'স্পেস চাই...' গালাগালি নিয়ে সাফাই রূপমের, চাইছেন রক অ্যাকাডেমি শুরু করতে
স্ক্রিপ্টে এমন একটা জায়গা ছিল যেখানে পুলিশের তরফে একটি ক্রিসমাস মিরাকেল বা মিথ্যে সন্দেহ করার বিষয় দেখানো হবে।
কিন্তু শুট শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগে দক্ষিণের টিমের তরফে ডায়লগ কমানোর কথা বলা হয়। তাঁরা বলেছিলেন শেষের দিকে ডায়লগ যত কম থাকবে তত ভালো। এই ভাবনাটা ভালো লেগেছিল পরিচালকের। তখন ডায়ালগের বদলে অ্যাম্বিয়েন্ট মিউজিকের উপর ভিত্তি করে পুরোটা সাজান। কমিয়ে দেওয়া হয় এমনই মিউজিক এবং ডায়লগ। আর এতেই জোরদার ইম্প্যাক্ট তৈরি হয় অর্থাৎ তিনি যেটা তৈরি করতে চেয়েছিলেন সেটাই। আর শেষ দৃশ্যটি ছবির নামের সঙ্গে মিলে যায়।
আরও পড়ুন: ধারাবাহিকে বউয়ের ভয়ে জুবুথুবু, এদিকে দাদাগিরিতে লাঠি খেলে তাক লাগালেন ফুলকির দেওর! কী বললেন সৌরভ?
এদিন একই সঙ্গে পরিচালক ক্যাটরিনার চরিত্রটি নিয়েও কথা বলেন। তিনি জানান অভিনেত্রীকে চরিত্রটির বিষয়ে ব্যাখ্যা করেছিলেন একই সঙ্গে তাঁকে যে গল্পের উপর ভিত্তি করে সিনেমাটি বানানো হয়েছে সেই বইটি দিয়েছিলেন পড়তে। তখন ক্যাটরিনা কাইফ গল্প পড়েন এবং চট জলদি রাজি হয়ে যান গল্পটা এতটা পছন্দ হয়েছিল বলে। এরপর অভিনয়ের সময় তিনি নিজের মতো করে চরিত্রটায় ইনপুট দেন। শ্রীরাম রাঘবন এই চরিত্রের জন্য তাঁকে বলেছিলেন যে তুমি যা বলবে দর্শক সেটাই বিশ্বাস করবে সে আপনার চরিত্রকে তাঁরা বিশ্বাস করুক বা না করুক।
মেরি ক্রিসমাস প্রসঙ্গে
মেরি ক্রিসমাস ছবিটি ১২ জানুয়ারি মুক্তি পেয়েছে। শ্রীরাম রাঘবন এই ছবিটির পরিচালনা করেছেন। প্রধান ভূমিকায় দেখা গিয়েছে ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতিকে।