বাংলা নিউজ > বায়োস্কোপ > Ena-Kuntal: ‘কুন্তলের সঙ্গে কাজ করেছি, ব্যক্তিগত সম্পর্ক নেই’, নিয়োগ দুর্নীতি কাণ্ডে সাফাই এনার

Ena-Kuntal: ‘কুন্তলের সঙ্গে কাজ করেছি, ব্যক্তিগত সম্পর্ক নেই’, নিয়োগ দুর্নীতি কাণ্ডে সাফাই এনার

মুখ খুললেন এনা

‘কুন্তল ঘোষ কখনও আমার প্রযোজনা সংস্থায় বিনিয়োগ করেনি', জোর গলায় বললেন ‘এসওএস কলকাতা’ ছবির প্রযোজক। 

গত কয়েক সপ্তাহ ধরেই রাজ্য-রাজনীতি তোলপাড় একটি নাম ঘিরে, কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় আপতত জেলবন্দি সদ্য প্রাক্তন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। তাঁর গ্রেফতারির পর থেকেই দুর্নীতির এই মামলায় একে একে টলিউড তারকাদের নাম উঠে আসছে। নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই ইডির স্ক্য়ানারে অভিনেতা বনি সেনগুপ্ত। সূত্রের খবর, তালিকায় রয়েছে আর চার অভিনেত্রী।

চাকরিপ্রার্থীদের নিয়োগ সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনে বনির কোনও রকম যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারীরা। ছবির আগাম অর্থ হিসাবে বনিকে নাকি ৩৫ লক্ষ টাকা দিয়েছিলেন কুন্তল, এই নিয়ে কম জলঘোলা হয়নি। এবার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন এনা সাহা। অভিনয়ের পাশাপাশি টলিপাড়ার কনিষ্ঠতম প্রযোজক তিনি। নিয়োগ দুর্নীতি কাণ্ডে কী অবস্থান এনার? কুন্তল ঘোষের কতটা ঘনিষ্ঠ তিনি?

এনার সাফ জবাব, ‘আমি কুন্তল ঘোষকে চিনি। আমি ওঁনার সঙ্গে কাজও করেছি’। এনার সঙ্গে কীভাবে আলাপ জেলবন্দি কুন্তলের? অভিনেত্রী বলেন, ‘আমি একটা মিউজিক ভিডিয়ো করেছিলাম, এছাড়াও ওঁনার সঙ্গে একট ইভেন্ট করেছিলাম। আমার হাই-হ্যালোর সম্পর্ক কুন্তল ঘোষের সঙ্গে। প্রসূন গাইন বলে একজনের পরিচালনায় আমি একটা মিউজিক ভিডিয়ো করেছিলাম। সেই মিউজিক ভিডিয়োটা কুন্তল ঘোষের ইউটিউব ভিডিয়োতে মুক্তি পেয়েছিল। আমার মনে হয়, কুন্তল ওই মিউজিক ভিডিয়োর প্রযোজক ছিল’।

আরও পড়ুন-‘সুশান্ত নই, সবাই ফাঁসিয়ে মরব’, সুইসাইড নোট লিখল অনুরাগের নামে মিটুর অভিযোগ আনা নায়িকা!

কুন্তলের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন উঠতেই এনা বলেন, ‘আমার সঙ্গে কোনও ব্যক্তিগত সম্পর্ক নেই কুন্তলের। মাত্র দুটো কাজ করেছি। কাজের সূত্রে আলাপ হয়েছিল। আমার দেখে খারাপ কিছু মনে হয়নি। খুব ভালো ব্যবহার। ব্যক্তিগতভাবে না চিনলে তো কারুর মনের অভিপ্রায় জানা পসিবল নয়’।

ইতিমধ্যেই ‘এসওএস কলকাতা’, ‘চিনে বাদাম’-এর মতো ছবি প্রযোজনা করেছেন এনা। মুক্তির অপেক্ষায়, ‘মাস্টার মশাই আপনি কিচ্ছু দেখেননির মতো ছবি’। টলিপাড়ার একটা অংশের অভিযোগ এনার প্রোডাকশনে টাকা বিনিয়োগ করেছিলেন কুন্তল। সেই নিয়ে এনা স্পষ্ট বলেন, ‘আমার কাছে সব কাগজপত্র রয়েছে। সবাই যেমনভাবে ব্যবসা করে, আমি করছি। যদি কেউ নাম পায়, তাহলে খুঁজে নিক’। এনা আরও বলেন, ‘আমি যদি বেআইনি কিছু করে থাকি তার ফল আমায় ভুগতে হবে, এটা যেমন ঠিক কথা, তেমনি আমি যদি ঠিক হই তাহলে আমাকে কিছু ভোগ করতে হবে না। তবে নিজের ছবির ইনভেস্টারের নাম খোলসা করতে চাইলেন না এনা। জোর গলায় শুধু জানালেন, ‘কুন্তল ঘোষ কখনও আমার প্রযোজনা সংস্থায় বিনিয়োগ করেনি। কখনও কোনও লেনদেন হয়নি’।

বন্ধ করুন