বাংলা নিউজ > বায়োস্কোপ > Adrija Roy on Subhashree Ganguly: ১২টা রুটি-মাটন খেয়েই শুভশ্রীকে কোলে তুলেছিলেন! অদ্রিজার গায়ের জোরের রহস্য ফাঁস

Adrija Roy on Subhashree Ganguly: ১২টা রুটি-মাটন খেয়েই শুভশ্রীকে কোলে তুলেছিলেন! অদ্রিজার গায়ের জোরের রহস্য ফাঁস

অদ্রিজা রায়

Adrija Roy on Subhashree Ganguly: পরিণীতা ছবিতে মেহুল আর তার দুই বন্ধুর সেই মিষ্টি গল্প মনে আছে? এবার সেই মিষ্টি অনস্ক্রিন বন্ধুত্বের আড়ালে থাকা আসল গল্প ফাঁস করলেন অদ্রিজা।

অভিনেত্রী মানেই ফিগার কনসাস। ভীষণ মেপে খবর খান। বলা ভালো না খেয়ে থাকেন। এমনটাই অনেকে ভাবেন। তাঁদের রোজকার রুটিন নিয়ে অনেকেরই ভাবনার অন্ত থাকে না। কিন্তু সাধারণ মানুষ অভিনেত্রীদের নিয়ে যা যা ভাবেন, বিশেষ করে এই খাবার ব্যাপারে সেটা কি সবসময় ঠিক হয়? উত্তরটা যে না সেটা অভিনেত্রী অদ্রিজা রায়ের কথা থেকেই স্পষ্ট। তিনি সাফ জানিয়ে দিলেন তিনি কী খান আর কী খান না।

পরিণীতা ছবিটার কথা মনে আছে? ২০১৯ সালে মুক্তি পেয়েছিল। সেখানেই শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বন্ধুর চরিত্রে অভিনয় করেন অদ্রিজা। পর্দায় তাঁর তিন বন্ধুর বন্ধুত্ব অনেকেরই স্মৃতিকে উস্কে দিয়েছিল। এই ছবিতে অদ্রিজার অভিনয় সকলের নজর কেড়েছিল। আর এখানেই একটি দৃশ্যে শুভশ্রীকে কোলে তুলে নেন অদ্রিজা। এবার সেই ঘটনার আসল কারণ প্রকাশ্যে এল। কীভাবে তিনি পারলেন শুভশ্রীকে কোলে তুলতে?

সদ্যই দিদি নম্বর ওয়ানের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায়কে অভিনেত্রী জানাচ্ছেন শুভশ্রীকে কোলে তুলে নেওয়ার নেপথ্যে থাকা গায়ের জোরের উৎসের কথা।

শুভশ্রী রচনাকে জানান, 'তুমি ভাবতে পারবে না ওর গায়ে কী শক্তি।' তিনি আরও বলেন, 'আমরা যখন ওয়ার্কশপ করছি তখনই ও আমায় বলেছিল আমি তুলে ফেলতে পারব শুভশ্রী দিকে। আমার তো শুনেই হয়ে গিয়েছে। আমি বলেছিলাম না তোমায় কিছুতেই এটা করতে হবে না। আমি তো লম্বা অনেক। আর আমার ওজন অনেক বেশি ওর থেকে। কিন্তু আমার নিষেধ শুনলে তো। উল্টে বলল আরে দেখোই না। বলে আমায় ফট করে কোলে তুলে নেয়। আমি সেটে ফল মূল খেতাম, আর ও গপাগপ করে সব খাবার খেত।'

কোনদিন নাকি জিম যাননি অভিনেত্রী! তাও এত ফিট চেহারা। এই বিষয়ে তিনি বলেন, তিনি নাকি বারোটা রুটি আর মাটন খান! তাই তাঁর গায়ে এত জোর। তাঁর কথা অনুযায়ী, 'প্রোডাকশনে দাদারা আমায় খেতে দিয়ে আর কাছে আসত না। ভাত, ডাল সব দিয়েছে। কিন্তু আমার এতটুকুতে হতো না। মনে হতো খাবার পর আমার পাতে যতটা পড়ে থাকে সেটুকু আমায় দিয়েছে।'

এটা শুনে স্তম্ভিত হয়ে যান রচনা। বলে, 'আমি যা শুনছি সেটা বাস্তবে ভেবে উঠতে পারছি না!' অভিনেত্রী দিদি নম্বর ওয়ানের মঞ্চে আরও জানান যে তিনি আর বাবা খাবারের প্রতিযোগিতা করেন। তাঁরা নাকি পিসির বিয়েতে রসগোল্লার খাওয়ার প্রতিযোগিতা করেন। সেখানে তাঁর বাবা ২৪ আর তিনি ১৩টা রসগোল্লা খান!

বন্ধ করুন